পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rehab Center: বিনা লাইসেন্সে চলছে রিহ্যাব সেন্টার, গ্রেফতার 2 - Student Die at Illegal Rehab Center

বিনা লাইসেন্সে রিহ্যাব সেন্টার চালানোর অভিযোগে গ্রেফতার দুই ব্যক্তি ৷ আবাসিক এক ছাত্রের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে তদন্ত শুরু হতেই বিনা লাইসেন্সে রিহ্যাব সেন্টার চলার বিষয়টি সামনে আসে ৷

Student Die at Illegal Rehab Center in Jalpaiguri
বিনা লাইসেন্সে চলছে রিহ্যাব সেন্টার, গ্রেফতার 2

By

Published : Oct 22, 2021, 9:54 PM IST

জলপাইগুড়ি, 22 অক্টোবর : মাধ্যমিক ছাত্রের মৃত্যুতে সামনে এল বিনা লাইসেন্সে চলা রিহ্যাব সেন্টারের জালিয়াতির ঘটনা ৷ আর তার পরেই তৎপর হল প্রশাসন ৷ জলপাইগুড়ির ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ হিমাদ্রী রায় নামে এক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ ৷ জানা গিয়েছে, দশম শ্রেণির এক পড়ুয়া ওই রিহ্যাব সেন্টারে ছিল ৷ তার মোবাইলের আশক্তি দূর করতে ওই রিহ্যাবে পাঠিয়েছিল পরিবার ৷ কিন্তু, ওই পড়ুয়ার মা-বাবা সেখানে ফোন করে ছেলের খোঁজ করলে জানতে পারেন, তাঁদের ছেলে হাসপাতালে ভর্তি ৷ তাঁরা হাসপাতালে গেলে ছেলেকে মৃত অবস্থায় দেখেন ৷ তার পরেই ওই রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে মৃত পড়ুয়ার বাবা ৷

পুলিশ ঘটনার তদন্তে নেমে জানতে পারে ‘পরিবর্তন’ নামে ওই হোমের কোনও রেজিস্ট্রেশন নেই ৷ দীর্ঘদিন ধরে সরকারের চোখে ফাঁকি দিয়ে ওই বেআইনি রিহ্যাব সেন্টার চালাচ্ছিল সুশান্ত মণ্ডল, তার ছেলে সৈকত মণ্ডল এবং হিমাদ্রী রায় ৷ পুলিশ সূত্রে খবর, জলপাইগুড়ির বাসিন্দা বিভাস গুহ তাঁর ছেলের মোবাইল ফোনের আশক্তি দূর করতে ওই রিহ্যাব সেন্টারে তাঁকে পাঠিয়েছিলেন ৷ গত কয়েকদিন ধরে হোম কর্তৃপক্ষকে ছেলের সঙ্গে দেখা করার কথা বললে, নানাভাবে টালবাহানা করছিল তারা ৷ এর পর গতকাল দুপুরে সেখানে ফোন করলে, রিহ্যাব সেন্টার থেকে জানান হয়, তাঁদের ছেলে হাসপাতালে ভর্তি ৷

বিনা লাইসেন্সে চলছে রিহ্যাব সেন্টার, গ্রেফতার 2

আরও পড়ুন : Hooghly Murder : শারীরিক সম্পর্ক থেকে মুক্তি পেতে সুপারি দিয়ে ওঝাকে খুন, গ্রেফতার দুই

খবর পেয়ে দ্রুত হাসপাতালে গেলে, সেখানে ছেলেকে মৃত অবস্থায় দেখে বিভাস গুহ এবং তাঁর স্ত্রী রুমকি গুহ ৷ বিষয়টি সন্দেহজনক হওয়ায়, তাঁরাই পুলিশে রিহ্যাব সেন্টারের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে ৷ সেই ঘটনায় পুলিশ তদন্তে নেমে জানতে পারে, দীর্ঘদিন বিনা লাইসেন্সে ওই রিহ্যাব সেন্টার চালানো হচ্ছে ৷ ঘটনায় সুশান্ত মণ্ডল ও তার ছেলে সৈকত মণ্ডলকে পুলিশ গ্রেফতার করেছে ৷ কিন্তু, আরেক অভিযুক্ত হিমাদ্রী পলাতক ৷ তার খোঁজে পুলিশ তল্লাশি শুরু করেছে ৷ যদিও, ধৃত সুশান্ত মণ্ডলের দাবি, তার এর সঙ্গে কোনও যোগ নেই ৷ তার ছেলে সৈকত ওই রিহ্যাব সেন্টার চালায় ৷

আরও পড়ুন : Gariahat Double Murder : গড়িয়াহাট জোড়া খুনে পাথরপ্রতিমা থেকে ধৃত আরও দুই

ABOUT THE AUTHOR

...view details