পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঝড়ের দাপটে লন্ডভন্ড নাগরাকাটা, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

জানা গেছে, বিকেল 4 টের পর থেকেই শুরু হয় বৃষ্টি । ঝড়-বৃষ্টির গতিবেগ এতটাই বেশি ছিল যে প্রায় কয়েক শো গাছ গোড়া থেকে উপড়ে যায় । কয়েক শতাধিক বাড়ির টিনের চাল উড়ে যায় ।

বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

By

Published : May 20, 2019, 3:21 PM IST

ডুয়ার্স, 20 মে : গরমের দাবদাহের মাঝে হঠাৎই ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড ডুয়ার্সের নাগরাকাটা । গতকাল বিকেল চারটে থেকে প্রায় আধঘন্টা ধরে ঝড় গয় । যার জেরে বিপর্যস্ত জনজীবন । তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি । হতাহতের কোনও খবর নেই ।

জানা গেছে, বিকেল চারটের পর থেকেই শুরু হয় বৃষ্টি । ঝড়-বৃষ্টির গতিবেগ এতটাই বেশি ছিল যে প্রায় কয়েক শো গাছ গোড়া থেকে উপড়ে যায় । শতাধিক বাড়ির টিনের চাল উড়ে যায় । বিদ্যুতের খুঁটির উপর গাছ পড়ে গিয়ে বিদ্যুৎ পরিষেবাও বন্ধ । বৃষ্টিতে দোকানপাট ও বাড়ির ভেতরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে জিনিসপত্রের ক্ষতি হয়েছে বলে স্থানীয় সূত্রে খবর । তবে ব্লক সূত্রে খবর, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি । সম্পূর্ণ খোঁজ নিয়ে ব্যবস্থা করা হবে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details