পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গাড়ির গোপন চেম্বারে লোকানো ছিল, প্রায় 40 কেজি গাঁজা বাজেয়াপ্ত এসটিএফ-এর - এসটিএফ

খবর পেয়ে একটি বিলাশ বহুল গাড়িটিকে ধাওয়া করে এসটিএফের একটি দল ৷ গাড়িটিকে ধাওয়া করে আজ সকালে শিলিগুড়িগামী 31নং জাতীয় সড়কে আটকানো হয় ৷ এরপর গাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে গাড়ির দরজা সহ অন্য়ান্য় গোপন জায়গা থেকে গাঁজার প্য়াকেট উদ্ধার করেন এসটিএফের আধিকারিকরা ৷

stf seased 40 kg ganja from a car door and other chambers
গাড়ির গোপন চেম্বারে লুকিয়ে গাঁজা পাচার, 40 কেজি গাঁজা বাজেয়াপ্ত করল এসটিএফ

By

Published : Jan 25, 2021, 4:00 PM IST

জলপাইগুড়ি, 25 জানুয়ারি : প্রায় 40 কেজি গাঁজা সহ একটি ব্য়ক্তিকে গ্রেপ্তার করলেন স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা ৷ একটি বিলাশবহুল গাড়িও আটক করেছে এসটিএফ ৷ ওই গাড়িটির দরজার গোপন চেম্বারে ওই গাঁজা লুকিয়ে পাচার করা হচ্ছিল বলে জানিয়েছে এসটিএফ ৷ ঘটনায় মাদক পাচারকারী গাড়ির চালক সঞ্জীব রায়কে গ্রেপ্তার করা হয়েছে ৷

খবর পেয়ে একটি বিলাশবহুল গাড়িকে ধাওয়া করে এসটিএফের একটি দল ৷ গাড়িটিকে ধাওয়া করে আজ সকালে শিলিগুড়িগামী 31নং জাতীয় সড়কে আটকানো হয় ৷ এরপর গাড়িটিতে তল্লাশি শুরু করে পুলিশ ৷ তল্লাশি চালিয়ে গাড়ির দরজা সহ অন্য়ান্য় গোপন জায়গা থেকে গাঁজার প্য়াকেট উদ্ধার করেন এসটিএফের আধিকারিকরা ৷ উদ্ধার হওয়া গাঁজার পরিমাণ প্রায় 40 কেজি ৷ ওই মাদকগুলি আগরতলা থেকে বিহারে পাচার করা হচ্ছিল বলে ধৃত সঞ্জীব রায়কে জিজ্ঞাসাবাদ করে জানিয়েছে পুলিশ ৷

আরও পড়ুন : 32 কেজি গাঁজা সহ পুলিশের জালে 5 মাদক পাচারকারী

এদিন শিলিগুড়ি এসটিএফের আধিকারিক বিশ্বাশ্রয় সরকারের নেতৃত্বে এই অভিযান চলে ৷ এসটিএফ সূত্রে খবর, উদ্ধার হওয়া গাঁজার বাজার মূল্য় প্রায় 5 লাখ টাকা ৷

ABOUT THE AUTHOR

...view details