জলপাইগুড়ি, 17 এপ্রিল: বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে চাকরি খোয়ালেন স্টেশন মাস্টার । সেকসান কন্ট্রোলারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রেল । ইঞ্জিনের ট্রাকশন মোটরের যান্ত্রিক ত্রুটির কারণেই বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল । রেলওয়ে সেফটি কমিশনারের রিপোর্ট অনুযায়ী ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় 8 জন রেলকর্মীকে পরোক্ষভাবে দোষী সাব্যস্ত করে রেল দফতর । এবার জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট পার্থপ্রতিম পালকে চাকরি থেকে অব্যাহতি দিল উত্তর-পূর্ব সীমান্ত রেল ৷ সোমবার এমনটাই জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।
13 জানুয়ারি 2021 সালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমোহনি ধরলা সেতুর কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় আপ বিকানির-গৌহাটি এক্সপ্রেস । ঘটনায় 9 জন যাত্রীর মৃত্যু হয়েছিল । আহত হয়েছিলেন 42 জন । দুর্ঘটনার ফলে ট্রেনের 12টি কামরা ছিটকে যায় ৷ দুর্ঘটনার পরেই দিনই ঘটনাস্থল ঘুরে দেখেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । রেলওয়ের সেফটি সিকিউরিটি বিভাগ ঘটনার তদন্ত শুরু করে । মন্ত্রীর উপস্থিতিতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক প্রদীপ কুমার যাদবকে । এই তদন্ত রিপোর্টেই জানা গিয়েছিল, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ময়নাগুড়িতে বিকানির-গৌহাটি এক্সপ্রেসের ট্রাকশান মোটরের কারণেই দুর্ঘটনা হয়েছিল ৷
এই দুর্ঘটনার কারণে 8 জন রেলকর্মীকে দোষী সাব্যস্ত করেছে রেল । তবে এই 8 জন রেলকর্মীরা কেউই প্রত্যক্ষভাবে রেল দুর্ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানানো হয়েছে । তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে । কেবল জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট পার্থপ্রতিম পালকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৷