পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Guwahati Bikaner Express Accident: গৌহাটি-বিকানির এক্সপ্রেস দুর্ঘটনার জের, চাকরি গেল স্টেশন মাস্টারের - superintendent removed from his work

ইঞ্জিনের ট্রাকশন মোটরের যান্ত্রিক ত্রুটির কারণেই বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল ৷ বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় জেরে চাকরি খোয়ালেন স্টেশন সুপারিন্টেন্ডেন্ট ৷ পাশাপাশি সেকশন কন্ট্রোলারের বিরুদ্ধেও পদক্ষেপ নিচ্ছে রেল ৷

Etv Bharat
ট্রেন দুর্ঘটনায় কাজ থেকে অব্যাহতি স্টেশন মাস্টারকে

By

Published : Apr 17, 2023, 10:58 PM IST

জলপাইগুড়ি, 17 এপ্রিল: বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনার জেরে চাকরি খোয়ালেন স্টেশন মাস্টার । সেকসান কন্ট্রোলারের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে রেল । ইঞ্জিনের ট্রাকশন মোটরের যান্ত্রিক ত্রুটির কারণেই বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছিল । রেলওয়ে সেফটি কমিশনারের রিপোর্ট অনুযায়ী ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনায় 8 জন রেলকর্মীকে পরোক্ষভাবে দোষী সাব্যস্ত করে রেল দফতর । এবার জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট পার্থপ্রতিম পালকে চাকরি থেকে অব্যাহতি দিল উত্তর-পূর্ব সীমান্ত রেল ৷ সোমবার এমনটাই জানিয়েছেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে ।

13 জানুয়ারি 2021 সালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি দোমোহনি ধরলা সেতুর কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় আপ বিকানির-গৌহাটি এক্সপ্রেস । ঘটনায় 9 জন যাত্রীর মৃত্যু হয়েছিল । আহত হয়েছিলেন 42 জন । দুর্ঘটনার ফলে ট্রেনের 12টি কামরা ছিটকে যায় ৷ দুর্ঘটনার পরেই দিনই ঘটনাস্থল ঘুরে দেখেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । রেলওয়ের সেফটি সিকিউরিটি বিভাগ ঘটনার তদন্ত শুরু করে । মন্ত্রীর উপস্থিতিতে ঘটনাস্থলে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের চালক প্রদীপ কুমার যাদবকে । এই তদন্ত রিপোর্টেই জানা গিয়েছিল, উত্তর-পূর্ব সীমান্ত রেলের আলিপুরদুয়ারের ময়নাগুড়িতে বিকানির-গৌহাটি এক্সপ্রেসের ট্রাকশান মোটরের কারণেই দুর্ঘটনা হয়েছিল ৷

এই দুর্ঘটনার কারণে 8 জন রেলকর্মীকে দোষী সাব্যস্ত করেছে রেল । তবে এই 8 জন রেলকর্মীরা কেউই প্রত্যক্ষভাবে রেল দুর্ঘটনার সঙ্গে জড়িত নন বলে জানানো হয়েছে । তাদের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেই জানানো হয়েছে রেলের পক্ষ থেকে । কেবল জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন সুপারিন্টেন্ডেন্ট পার্থপ্রতিম পালকে তাঁর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ৷

প্রসঙ্গত, ময়নাগুড়ির দোমহনিতে বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনার পর তদন্তের জন্য উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশন ও আলিপুরদুয়ার ডিভিশনের 65 জন রেলকর্মীকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল । তাঁদেরকে এক এক করে জেরা করেন ৷ কমিশনার অব রেলওয়ে সেফটি লতিফ খান তদন্ত করেছেন ।

বিকানির-গৌহাটি এক্সপ্রেসের ইঞ্জিনটি কোন শেড থেকে বেরিয়েছিল ? ইঞ্জিনের শেষ ইন্সস্পেকশন কোথায় হয়েছিল ? কারা ইঞ্জিনটিকে চালানোর ছাড়পত্র দিয়েছিল ? বিকানির-গৌহাটি এক্সপ্রেসের চালক কখন ট্রেনের সমস্যার কথা জানতে পারেন ? পয়েন্ট ম্যান, রোড-স্টেশন মাস্টার, গেটম্যানদের পর্যবেক্ষণ কী ছিল সেটা জানা হয়েছে । দুর্ঘটনার আগের স্টেশন ময়নাগুড়ি-দোমহনি ও জলপাইগুড়ি রোড স্টেশনের স্টেশন মাস্টারের ভূমিকা কী ছিল তা জানার পর তদন্ত রিপোর্ট জমা পড়ে । তাতে 8 জন রেলকর্মী দোষী সাব্যস্ত হয়েছে ।

আরও পড়ুন:মমতার কাছে রেল দুর্ঘটনার খবর নিলেন মোদি, টুইটে যথাযথ চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

এই প্রসঙ্গেই আলিপুরদুয়ার রেলওয়ে ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার দিলীপ সিং জানান, বিকানির-গৌহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় ঘটনায় জলপাইগুড়ি রোড স্টেশনের মাস্টারের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে । এছাড়া আলিপুরদুয়ার ডিভিশনের সেকসান কন্ট্রোলারের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details