পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mamata Banerjee: সাদরি ভাষাকে স্বীকৃতি দেবে রাজ্য, চা শ্রমিকদের জন্য কল্পতরু মমতা - জলপাইগুড়িতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা

পঞ্চায়েত নির্বাচনের মুখে একগুচ্ছ কাজের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জলপাইগুড়িতে নির্বাচনী প্রচারে এসে আর কী কী বললেন তিনি ?

Etv Bharat
মমতা বন্দ্যোপাধ্যায়

By

Published : Jun 27, 2023, 9:03 PM IST

জলপাইগুড়ি, 27 জুন: চা বাগানের মাঝে পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে । তাতেই চা শ্রমিকদের কর্মসংস্থান হবে । আদিবাসীদের মন জয় করতে একগুচ্ছ প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী । চা বাগানের শ্রমিকদের জন্য কল্পতরু মমতা বন্দ্যোপাধ্যায় । প্রতিটি চা শ্রমিককে বাড়ি দেবেন মুখ্যমন্ত্রী । আদিবাসীদের সাদরি ভাষাকে স্বীকৃতি দেবে রাজ্য সরকার । ক্রান্তির নির্বাচনী সভা থেকে মঙ্গলবার এমনই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ক্রান্তিকে আমরা নতুন প্রশাসনিক ব্লক করেছি । জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রায় 182টি চা বাগান আছে ৷ আমরা সব চা বাগান খুলে দিয়েছি । ডানকান সব চা বাগান বন্ধ করে রেখেছে । লোকসভার আগে বিজেপি সরকার জিতলে খুলে দেবে বলেছিল । খুলেছি আমরা । যারা চা বাগানে কাজ করে সেই লোকেদের আমরা ঘর বানিয়ে দেব । যেমন চা সুন্দরীতে ঘর বানিয়েছি । 4 হাজারটি প্ল্যান হয়েছে বাদ বাকি চা বাগানের ভেতরে পর্যটন কেন্দ্র হতে পারে । হোটেল ও দোকান বানিয়ে দেব । পাশাপাশি চা বাগানে যারা কাজ করে তাদের পাট্টা দেব । এটা সিদ্ধান্ত নিয়েছি ।"

তিনি আরও বলেন, "হোটেল বা দোকান হলে তারা কাজ করবে, রোজগার হবে, কর্মসংস্থানও হবে । জলপাইগুড়িতে আগে কিছুই ছিল না । বিজেপির 10 বছর আর 34 বছর সিপিএম দেখেছেন । আমি আসার পর জলপাইগুড়িতে চিড়িয়াখানা, বিশ্ববাংলা ক্রীড়াঙ্গন, গাজোলডোবা আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হয়েছে । সার্কিট বেঞ্চ থেকে শুরু করে নারায়ণী সেনা করেছি । রাজবংশী ভাষায় পড়াশোনা হচ্ছে । আদিবাসীদের সাদরি ভাষা নিয়েও আগামী দিনে পড়াশোনা করতে পারে সেটাও দেখা হচ্ছে । বুলুচিক বরাইক আমাকে বলেছে । রাজবংশী কামতাপুরি ভাষাকে স্বীকৃতি দিয়েছি । আমরা সাদরিকেও দেবার চেষ্টা করব । বই তৈরি করা হবে । সাদরি ভাষাতেও পড়াশোনা করতে পারবে ।"

মুখ্যমন্ত্রী জানান, জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ, নতুন সরকারি কলেজ-সহ বানারহাট, ক্রান্তি ব্লক করেছি । ভূটান-বাংলাদেশ-নেপালে সংযোগকারী রাস্তা হচ্ছে । বাংলাদেশের নেপাল-ভূটান যাতায়াত করতে পারবেন । জলপাইগুড়িতে 1 লক্ষ 54 হাজার বাড়িতে জল দেওয়া হয়েছে ৷ আরও 4 লক্ষ 32 হাজার বাড়িতে জল পৌঁছে দেওয়া হবে ।

আরও পড়ুন: বাংলা ভাষাকে আরও ছড়িয়ে দিতে হুগলি থেকে বাংলাদেশ যাত্রা 8 সাইক্লিস্টের

ABOUT THE AUTHOR

...view details