জলপাইগুড়ি, 27 জুলাই: আদিবাসী মহিলা রাষ্ট্রপতি(President) করে ওই সম্প্রদায়ের মন জয় করতে চাইছে বিজেপি(BJP) । এবার আদিবাসীদের সরনা ও সারি ধর্মকোড চালু করুক কেন্দ্র সরকার । এমনটাই দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস(TMC) । মুখ্যমন্ত্রীর দেওয়া চিঠি নিয়ে তারা প্রচারে নামতে চলেছে(State govt to write letter to central demanding recognition of Sari Sarna religion of tribals) ।
জলপাইগুড়িতে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের জেলা সভাপতি আদিবাসী নেতা রাজেশ লাকড়া বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আদিবাসীদের ধর্মকোড চালুর বিষয়ে বিধানসভার প্রস্তাব এনেছেন । আগামিদিনে সেই বিল পাশ করবেন বলে আমাদের জানিয়েছেন । কেন্দ্র সরকার যাতে আদিবাসীদের ধর্মকোড চালুর উদ্যোগ নেয় সেই দাবি করছি । বিজেপি আদিবাসী রাষ্ট্রপতি করে তাদের মন জয় করতে চাইছে । কিন্তু এখনও পর্যন্ত আদিবাসীদের সারি ও সরনা ধর্মের কোড চালু হয়নি ।"
আরও পড়ুন:'আমার নাম করে পার্থদাকে দিয়ে দাও, বলেছিলেন মুখ্যমন্ত্রী' দাবি অনন্তদেবের
রাজেশ লাকড়া আরও বলেন, "বিজেপি যেভাবে আদিবাসী রাষ্ট্রপতি হিসাবে দৌপদী মুর্মুকে জিতিয়েছেন ৷ আমরা আদিবাসী হিসাবে তাঁকে শ্রদ্ধা করি । তিনিও যাতে আদিবাসীদের হিতের জন্য কাজ করেন এই দাবি রাখছি । বিজেপি আদিবাসীদের জন্য তেমন কিছুই করেনি । রাষ্ট্রপতি নির্বাচন কেবল চমক মাত্র । আমরা আদিবাসীদের দুয়ারে গিয়ে তৃণমূল কংগ্রেস কী কাজ করেছেন তাদের জন্য, তা প্রচার করব । আর কেন্দ্রকে বার বার চিঠি দিয়েও তারা আদিবাসীদের ধর্মকোড চালু করছে না, তা প্রচার করব । রাজ্য সরকার আদিবাসী চা শ্রমিকদের জন্য চা সুন্দরী প্রকল্প চালু করেছে । জয় জোহার পেনশন চালু করেছে, করম পুজোয় ছুটি দিয়েছে । নানান সুযোগ-সুবিধা রাজ্য সরকার দিচ্ছে ৷ কিন্তু কেন্দ্রের কোনও লাভ আদিবাসীরা পাচ্ছেন না ৷ এসব নিয়ে আমরা আদিবাসীদের দুয়ারে দুয়ারে যাব ।"
আদিবাসীদের সরনা-সারি ধর্মকোড চালু করুক কেন্দ্র সরকার, দাবিতে চিঠি তৃণমূলের