পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধূপগুড়ির দুর্ঘটনায় মৃতদের পরিবারের হাতে চেক তুলে দিল রাজ্য - অরূপ বিশ্বাস ও গৌতম দেব

ধূপগুড়ি সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস ও গৌতম দেব।নিহতদের পরিবারের হাতে রাজ্য সরকারের দেওয়া চেক তুলে দেন এই দুই মন্ত্রী ৷

Dhupguri road accident
আর্থিক সাহায্য

By

Published : Jan 21, 2021, 5:41 PM IST

জলপাইগুড়ি,21 জানুয়ারি : ধূপগুড়ির পথ দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করলেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও গৌতম দেব। এদিন মালবাজার মহকুমার হতাহতদের পরিবারের সদস্যদের বাড়িতে যান মন্ত্রীরা। নিহত ব্যক্তিদের পরিবারের হাতে রাজ্য সরকারের দেওয়া চেক তুলে দেন এই দুই মন্ত্রী ৷ দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে পিএমও-র তরফে বিবৃতি জারি করা হয় । আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হয়। এছাড়া পিএমও-র তরফে নিহতদের পরিবারকে 2 লাখ টাকা এবং আতদের জন্য 50 হাজার টাকা করে সাহায্যের ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে নিহতদের জন্য আড়াই লাখ টাকার সাহায্য ঘোষণা করা হয় ৷ সেই ঘোষণার পরে আজ রাজ্যের দুই মন্ত্রী দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন ৷

মঙ্গলবার রাতে বোল্ডারবাহী লরির সঙ্গে যাত্রীবাহী মারুতি ভ্যান ও টাটা ম্যাজিকের সংঘর্ষে 14 জনের মৃত্যু হয়। আহত হয় 17 জন। ময়নাগুড়ি-ধূপগুড়িগামী 31 নম্বর জাতীয় সড়কের জলঢাকা সেতু এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় মৃত 14 জনের মধ্যে 2 জন মাল ব্লকের পশ্চিম ডামডিমের বাসিন্দা, লক্ষী সিংহরায় (55), এবং মেনোকা রায় (45)। আজ এই দুই পরিবারের হাতে আড়াই লাখ টাকার চেক তুলে দেন অরূপ বিশ্বাস এবং গৌতম দেব।

আরও পড়ুন : ধূপগুড়িতে পথ দুর্ঘটনায় মৃত 14, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

মন্ত্রীরা মালবাজারের ডামডিম থেকে ও দলাবাড়িতে আসেন। এখানে দুটি বাড়িতে মোট 5 জনের মৃত্যু হয়েছে। এদিন এই পরিবারের সঙ্গেও কথা বলেন মন্ত্রীরা এবং তাদের হাতেও চেক তুলে দেন। সেখান থেকে তাঁরা ক্রান্তির বারোঘোরিয়ায় গিয়ে মৃতের পরিবারের হাতেও আড়াই লক্ষ টাকার দুটি চেক তুলে দেন। এই বারোঘোরিয়ার ওই দুর্ঘটনায় মা ও তিন বছরের ছেলের মৃত্যু হয়েছে। এদিন অরূপ বিশ্বাস বলেন," সরকার মৃত ও আহত পরিবারের পাশে আছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা প্রতিটি পরিবারের সঙ্গে দেখা করে তাদের সহায়তা করছি।"

ABOUT THE AUTHOR

...view details