জলপাইগুড়ি, 30 জুন: নদী পেরিয়ে এসএসবি'র ক্যাম্পে আসতে গিয়েই তলিয়ে গেলেন এক জওয়ান। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ারের জয়ন্তী নদীতে (SSB jawan Drowned in Jayanti River at Jalpaiguri)।
কোম্পানি হেডকোয়ার্টার জয়ন্তী ক্যাম্পে আসার সময় মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে জয়ন্তী নদীতে। মৃত জওয়ানের নাম বিজেন্দার কুমার সিং, বয়স 25 বছর। তাঁকে উদ্ধার করে কালচিনি লতাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃত জওয়ানের বাড়ি ঝাঁসিতে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে বৃহস্পতিবার বিকেলে এসএসবি জওয়ানদের একটি দল বক্সার ভুটিয়া বস্তির দিক থেকে রেশন নিতে জয়ন্তী এসএসবি ক্যাম্পে যাচ্ছিল। নদীতে নেমে জয়ন্তী ক্যাম্পের দিকে আসার সময় হঠাৎই নদীর জল বেড়ে যায়। পাহাড়ি জয়ন্তী নদীর হড়পা বান চলে আসে। পিছিয়ে আসার চেষ্টা করেও সম্ভব হয়নি।