পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Disabled Person Agitation: বিশ্ব প্রতিবন্ধী দিবসে নিজেদের দাবি আদায়ে পথে বিশেষভাবে সক্ষমরা - বিশ্ব প্রতিবন্ধী দিবস

আজ বিশেষভাবে সক্ষমদের দিন (Specially-abled Person Agitation in Jalpaiguri) ৷ এদিন রাস্তায় নেমে নিজেদের দাবি আদায়ে সরব হলেন বিশেষভাবে সক্ষমরা ৷ এদিনই বিশেষভাবে সক্ষমদের নিয়ে একটি কর্মসূচিরও আয়োজন করা হয়েছিল জলপাইগুড়ির ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ৷

Disabled Person Agitation
ETV Bharat

By

Published : Dec 3, 2022, 10:37 PM IST

Updated : Dec 3, 2022, 10:56 PM IST

জলপাইগুড়ি, 3 ডিসেম্বর:আজ বিশেষভাবে সক্ষমদের দিন ৷ এদিনই জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে ক্লাব রোড থেকে বিশেষ চাহিদা সম্পন্ন ছেলে-মেয়েদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল (Special Arrangements for Specially able person)। শোভাযাত্রাটি জলপাইগুড়ি শহর পরিক্রমা করে ক্লাব রোডেই শেষ হয়। বেশ কয়েকজন বিশেষভাবে সক্ষমদের সহায়ক সরঞ্জাম দিয়ে সাহায্য করা হয়। এদিন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । শিবির থেকে 75 ইউনিট রক্ত সংগ্রহ করা হয়।

এদিনই নিজেদের বেশ কিছু দাবি আদায়ে সোচ্চার হন তাঁরা ৷ বিশেষভাবে সক্ষমদের শংসাপত্র পাওয়ার প্রক্রিয়া সরলিকরণের দাবি জানান তাঁরা ৷ প্রতিবন্ধীদের থাকার জন্য সরকারি প্রকল্পে বাড়ি দেওয়ারও দাবি জানানো হয়। সমস্ত সরকারি ও বেসরকারি বাসে প্রতিবন্ধীদের আসন সংরক্ষণের দাবি জানানো হয় ৷ এছাড়াও প্রতিটি সরকারি দফতরের প্রবেশের জন্য র‍্যাম্প তৈরীর দাবিও জানানো হয়েছে । পঞ্চায়েত স্তরে বিশেষভাবে সক্ষমদের সংখ্যা জানতে খোঁজ চালাবে এই ওয়েলফেয়ার ।

আরও পড়ুন:চালু হোক পুরনো পেনশন প্রকল্প, দাবি রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের মজদুর সংগঠনের

এদিন ক্লাব রোডে এক সাংস্কৃতির লড়াইয়ের আয়োজন করা হয়েছিল এই সংগঠনের পক্ষ থেকে ৷ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অমল রায়, সভাপতি কমল কৃষ্ণ ব‍ন্দ্যোপাধ্যায়, সম্পাদক সঞ্জয় সরকার-সহ অন্যান্যরা।

Last Updated : Dec 3, 2022, 10:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details