জলপাইগুড়ি, 16 সেপ্টেম্বর : কলকাতায় পাঠানো সোয়াব নমুনার পরীক্ষার রিপোর্ট এল জলপাইগুড়িতে । জ্বরে আক্রান্ত 10 জন শিশুর মধ্যে 3 জন শিশুর শরীরে সোয়াবের রিপোর্টে আরএসবি এবং অন্য 3 জনের ইনফ্লুয়েঞ্জা বি ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে । আর ২ জনের সোয়াব নিম্নমানের থাকায় টেস্ট করা যায়নি । অন্যদিকে চিকিৎসাধীন শিশুদের মনিটরিংয়ের জন্য 7 জনের বিশেষ দল গঠন করল জেলা স্বাস্থ্য দফতর।
উত্তরবঙ্গের স্বাস্থ্য বিভাগের ওএসডি (Officer on Special Duty) ডাঃ সুশান্ত রায় জানান, ভয়ের কোনও কারণ নেই । কলকাতায় স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে (School of Tropical Medicine) 10 জন শিশুর সোয়াব নমুনা পাঠানো হয়েছিল বিভিন্ন রকমের ভাইরাল পরীক্ষার জন্য ৷ আরটিপিসিআর, টাইফাস, ইনফ্লুয়েঞ্জা বি, ইনফ্লুয়েঞ্জা ডি আরও বহু রকমের পরীক্ষা করা হয়েছে ৷ এতে 3 জনের আরএসবি, অন্য 3 জনের ইনফ্লুয়েঞ্জা বি-এর সংক্রমণ ধরা পড়লেও বাকিদের রিপোর্ট নেগেটিভ এসেছে ৷