জলপাইগুড়ি, 23 ফেব্রুয়ারি: জলপাইগুড়িতে হাতির হামলায় মাধ্যমিক পরীক্ষার্থীর (Madhyamik Pariksha 2023) মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসল প্রশাসন ৷ জঙ্গল সংলগ্ন এলাকায় বসবাসকারী মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে বনবিভাগের সাহায্য নেওয়া হবে বলে এদিন জানা গিয়েছে । এমনকী মাধ্যমিক চলাকালীন ওই সমস্ত এলাকায় বাড়ানো হবে বনবিভাগের পেট্রলিং। প্রয়োজনে বনবিভাগের সাহায্য নিয়ে পরীক্ষার্থীদের মাধ্যমিক কেন্দ্রে নিয়ে যাওয়া হবে । আজ এমনটাই জানালেন জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা (Jalpaiguri District Magistrate Moumita Godara) । হাতির আক্রমণের আশংকা রয়েছে এমন স্পর্শকাতর এলাকায় বনকর্মীদের পোস্টিং করা হবে বলে জানান বনবিভাগের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল (উত্তরবঙ্গ) উজ্জ্বল ঘোষ ।
বৃহস্পতিবার সকালে মাধ্যমিক পরীক্ষা দিতে বেরিয়ে বৈকুন্ঠপুর বনবিভাগের জঙ্গলে হাতির হানায় মৃত্যু হয় এক পরীক্ষার্থীর । এরপরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে জলপাইগুড়ির জেলাশাসক মৌমিতা গোদারা ও শিলিগুড়ির মেয়র গৌতম দেব, শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী-সহ বনবিভাগের অতিরিক্ত প্রধান মুখ্য বনপাল (উত্তরবঙ্গ) উজ্জ্বল ঘোষ মৃত পরীক্ষার্থীর বাড়িতে আসেন । জেলাশাসক মৌমিতা গোদারা বলেন, "খুবই দুঃখজনক ঘটনা । আমরা বনবিভাগের আইন মেনে মৃত ছাত্রের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করব । জঙ্গল সংলগ্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছনোর ক্ষেত্রে বনবিভাগের সাহায্য নেওয়া হবে । মাধ্যমিক চলাকালীন বনবিভাগের পেট্রোলিং বাড়ানো হবে ।"