জলপাইগুড়ি, 10 এপ্রিল : "মমতা বন্দ্যোপাধ্যায়ের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়া শুধু সময়ের অপেক্ষা। মমতা বন্দ্যোপাধ্যায় আলিপুরদুয়ারে চারটে মিটিং করেছেন। এই মিটিংয়ের পর আলিপুরদুয়ারজুড়ে এখন মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল কংগ্রেস। লোকসভা ভোটের জন্য আলিপুরদুয়ারের মানুষ তৈরি। BJP বুথে লোকই দিতে পারবে না। জিতবে কোথা থেকে?" জলপাইগুড়ি তৃণমূলের দলীয় কার্যালয়ে একথা বললেন জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সৌরভ চক্রবর্তী।
সৌরভবাবু বলেন, "জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস ব্যাপক ভোটে জিতবে। জলপাইগুড়িতে সব বিরোধীরা এক হয়ে প্রচার চালাচ্ছে। এই লোকসভা কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের সঙ্গে মানুষ আছে। প্রধানমন্ত্রী মিথ্যাবাদী, ঝামেলাবাজ। উনি চা বাগান নিয়ে মিথ্যা কথা বলেছেন। মানুষের আবেগ নিয়ে খেলেছেন। তাঁরই প্রতিবাদেই এবারের এই ভোট হবে। "