পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son Kills Father: পাথর দিয়ে মাথা থেঁতলে বাবাকে খুন করল ছেলে, অভিযুক্তের সাতদিনের পুলিশি হেফাজত

ছেলের হাতে বাবা খুন ৷ বুধবার রাতে মদ্যপ অবস্থায় বাবা ও ছেলের মধ্য়ে ঝগড়া চলাকালীন ছেলে পাশে পড়ে থাকা পাথর দিয়ে বাবার মাথা থেঁতলে দেয় ৷ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল ডুয়ার্সে (Jalpaiguri Murder) ৷

Son Killed Father
মাথা থেঁতলে বাবাকে খুন করল ছেলে

By

Published : Mar 2, 2023, 6:22 PM IST

জলপাইগুড়ি, 2 মার্চ:পাথর দিয়ে মাথা থেঁতলে বাবাকে খুন করল ছেলে। ঘটনাটি ঘটেছে নাগরাকাটার ব্লকের সুলকাপাড়ার মংরুপাড়ায়। অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করেছে নাগরাকাটা থানার পুলিশ। ধৃতের নাম অজয় ওরাওঁ। ছেলের হাতে খুন হওয়া ষাটোর্ধ্ব ব্যক্তির নাম পুনু ওরাওঁ। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায় (Son Killed Father at Dooars)।

ঘটনার খবর পেয়ে নাগরাকাটা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। অভিযুক্ত ছেলেকে বৃহস্পতিবার আদালতে তোলা হয়। পুনু ওরাওঁ-এর ময়নাতদন্তের জন্য মৃতদেহ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। নাগরাকাটার পুলিশ সূত্রে জানা গিয়েছে, পরিবারটি দুঃস্থ। বাবা-ছেলে দু'জনেই পেশায় দিনমজুর। তাঁদের মধ্যে নানা কারণে ঝগড়াঝাটি লেগেই থাকত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, গতকাল রাতে বাবা ও ছেলের মধ্যে বচসা থেকে হাতাহাতি হয়।

হাতাহাতি থেকে ঘটনাক্রমে ছেলে সটান বাবাকে মাথায় পাথর দিয়ে আঘাত করে বসে। ঘটনার খবর দেওয়া হয় নাগরাকাটার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নাগরাকাটা থানার পুলিশ। এদিন জলপাইগুড়ি আদালতে অভিযুক্ত ছেলেকে নিয়ে যাওয়া হলে সে জানায়, কোনও কারণ ছাড়াই বাবাকে মেরেছে সে ৷ সরকারি পক্ষের আইনজীবী মৃণ্ময় বন্দ্যোপাধ্য়ায় জানান, অভিযুক্তকে সাতদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷ নাগরাকাটার থানার পুলিশ এদিন আদালতের কাছে সাতদিনেরই নিজেদের হেফাজতে চেয়েছিল অভিযুক্তের ৷ বিচারক সেই আবেদনের সম্মতি দিয়েছেন ৷ পরবর্তীতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ ৷

আরও পড়ুন:কিশোরীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত সৎমা

জেলায় কখনও ছেলের হাতে মা খুন হচ্ছে, কখনও ছেলের হাতে খুন হতে হচ্ছে বাবাকে । লাগাতার এমন ঘটনা সামনে আসছে ৷ গত মাসেও মেটেলি থানা এলাকায় ছেলের হাতে মা খুন হন ৷ নেশার টাকার চেয়ে না-পাওয়ায় ছেলে মা'কে খুন করেছিল ছেলে। সেই ঘটনাতেও ছেলেকে পুলিশ গ্রেফতার করে। সেই ঘটনায়, নাগরাকাটা থানার পুলিশ জানায় ঘটনার তদন্তে নেমে একজনকে গ্রেফতার করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details