পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Son Kills Father: পারিবারিক অশান্তি জের, জলপাইগুড়িতে বড় ছেলের লাঠির আঘাতে মৃত্যু মদ্যপ বাবার ! - Son Allegedly Kills Drunken Father

Son Beaten to Death Drunken Father: মদ্যপ অবস্থায় রাতে জোরে জোরে কথা বলায় বাবার সঙ্গে বচসা ৷ তার জেরে বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ বড় ছেলের বিরুদ্ধে ৷

Son Kills Father in Jalpaiguri
বড় ছেলের হাতে খুন বাবা

By

Published : Aug 12, 2023, 6:19 PM IST

জলপাইগুড়িতে বড় ছেলের হাতে খুন মদ্যপ বাবা !

জলপাইগুড়ি, 12 অগস্ট: মদ্যপ বাবাকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠল বড় ছেলের বিরুদ্ধে ৷ ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের ডেঙ্গুয়াঝাড় চা বাগানের বড় লাইন এলাকায় । জানা গিয়েছে, বাবার সঙ্গে পারিবারিক অশান্তি লেগেই থাকত ছেলের ৷ আর তার জেরেই বড় ছেলের হাতে খুন হতে হল বাবাকে বলে অভিযোগ । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডেঙ্গুয়াঝাড় চা বাগানে । অভিযুক্ত ছেলের নাম বিনু ওরাওঁ ।

সূত্রের খবর, রাতে মদ্যপ অবস্থায় জোরে জোরে কথা বলায় বাবার সঙ্গে বচসা হয় ছেলের ৷ অভিযোগ, এরপরেই বাবাকে লাঠি দিয়ে মারধর করে বিনু । এরপর দু'জনেই যে যার ঘরে ঢুকে যান । আজ সকালে ঘরের সামনে বাবা পালসু ওরাওঁয়ের (65) দেহ পড়ে থাকতে দেখা যায় । দেহের বিভিন্ন স্থানে ক্ষত রয়েছে বলে স্থানীয়দের দাবি । ছেলের লাঠির আঘাতেই মৃত্যু হয়েছে পালসুর বলে অভিযোগ । খবর পেয়ে ঘটনাস্থলে আসে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ । ঘটনায় অভিযুক্ত বিনু ওরাওঁকে আটক করা হয়েছে ৷ পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ । পালসুর দেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন:বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে, চাঞ্চল্য দত্তপুকুরে

এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সূর্য মুণ্ডা বলেন, "যতটা শুনেছি, পালসু ওরাওঁ রাতে ঘুমোচ্ছিলেন না ৷ মদ্যপ অবস্থায় প্রায়শই বাড়িতে আসতেন তিনি ৷ এরপর রাতে মারধর করে বিনু ওরাওঁ । ঘটনার পর সকালে দেখা যায় ঘরের সামনে পড়ে রয়েছে পালসু । খবর পেয়ে বিনুর ভাই ভাদোয়া বাড়িতে এসে দাদার বিরুদ্ধে বাবাকে মারার অভিযোগ তুলে ঝাপিয়ে পড়ে । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।" পাশের শ্রমিক লাইনের বাসিন্দা মুক্তি মুণ্ডা জানান, সকালে বাবার মৃত্যুর খবর পেয়ে ছুটে আসে পালসু ওরাওঁয়ের আরেক ছেলে ভাদোয়া । এরপর দুই ভাইয়ের মধ্যে বাবার মৃত্যু নিয়ে শুরু হয় বচসা ৷ যা হাতাহাতিতে গড়ায় ।

ABOUT THE AUTHOR

...view details