জলপাইগুড়ি, 8 অগস্ট:টাকা চেয়ে না-পেয়ে মাকে খুন ‘গুণধর’ ছেলের (Son Accused to Murder His Mother) ৷ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ডুয়ার্স এলাকার বানারহাটের তেলি পাড়া এলাকায় ৷ মৃতের নাম বাবলি ওরাও (62) ৷ ছেলে উত্তম ওরাও-এর সঙ্গে থাকতেন তিনি ৷ ইতিমধ্য়েই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷
সূত্রের খবর, অভিযুক্ত উত্তমের বিয়ে হলেও, নেশাগ্রস্ত অবস্থায় প্রতিদিন ওই যুবক তাঁর স্ত্রীর উপর অত্যাচার করত ৷ কয়েকদিন আগে স্ত্রীকেও বাড়ি থেকে বের করে দেয় ওই যুবক ৷ তারপর থেকে বাড়িতে মা ও ছেলে থাকত ৷ প্রতিদিন নেশা করে বাড়ি ফিরত সে ৷ রবিবার রাতে নেশাগ্রস্ত অবস্থায় মায়ের থেকে টাকা চায় অভিযুক্ত যুবক ৷ বাবলি দেবী সেই টাকা দিতে অস্বীকার করেন ৷ তখনই মা ও ছেলের মধ্যে বচসা বাধে ৷ ‘গুণধর’ যুবক মত্ত অবস্থায় ধরালো অস্ত্র নিয়ে চাড়াও হয় মায়ের উপর ৷ দিতে থাকে এলোপাথারি কোপ ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় বাবলি দেবীর ৷