জলপাইগুড়ি, 22 অক্টোবর: কুড়ুল দিয়ে কুপিয়ে মা'কে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনায় আহত হয়েছেন বাবাও। জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি ৷ মৃত মহিলার নাম ছবি নাগ (63)। অন্যদিকে অহত ব্যক্তি মলয় নাগ। পুজোর মধ্যে জলপাইগুড়ি শহরের কেরানী পাড়ার এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। এদিকে ঘটনার পরেই মৃতার ছোটো ছেলে সমাপ্ত নাগের বিরুদ্ধে কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে মৃতার বড় ছেলে সম্রাট নাগ। ওই অভিযোগের ভিত্তিতে সমাপ্তকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয় সুত্রে খবর, বেশ কিছু দিন ধরে সমাপ্ত নেশাগ্রস্থ অবস্থায় বাড়িতে এসে বৃদ্ধ বাবা-মা কে মারধর করত। প্রতিবেশীরা হস্তক্ষেপ করে একাধিক বার থামানোর চেষ্টাও করেছে। শনিবার রাত একটা নাগাদ বাড়িতে ঢুকে বাবা-মা'কে ফের মারধর করে সমাপ্ত। এরপরেই সে কুড়ুল দিয়ে বৃদ্ধা মা'কে বেশ কয়েকবার কোপায় ৷ এরপর বাবার ওপরে চড়াও হয়ে তাঁকেও কোপ মারে। এদিন স্থানীয় বাসিন্দা অভিজিৎ সরকার বলেন, "সমাপ্ত রাত একটার পরে আমার বাড়িতে গিয়ে চিৎকার করে ডাকতে থাকে। বেড়িয়ে আসার পরেই সে জানায় মা'কে মেরে ফেলেছে। ছেলেটি এর আগেও মদ্যপ অবস্থায় বাড়িতে বাবা-মাকে মারধোর করেছে। স্থানীয় ভাবে থামানো হয়েছে। কিন্তু সে এই ঘটনা ঘটাবে, তা কল্পনা করা যায়নি।"
Son Killed Mother: কুড়ুল দিয়ে কুপিয়ে মা'কে খুন! গ্রেফতার অভিযুক্ত ছেলে - উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল
কুড়ুল দিয়ে কুপিয়ে মা'কে খুনের অভিযোগ ছেলের বিরুদ্ধে। আহত হয়েছেন বাবাও। জখম অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই ব্যক্তি। ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।
Published : Oct 22, 2023, 7:40 PM IST
আরও পড়ুন: পুড়ে মৃত্যু গৃহবধূর, গ্রেফতার শিক্ষক স্বামী
অন্যদিকে সমাপ্তর দাদা সম্রাট নাগ জানান, তিনি বাইরে থাকেন। গত রাতে পাড়ার ছেলেরা তাকে ফোনে ঘটনা সব জানায় ৷ আর তার পরেই তিনি জলপাইগুড়ি আসেন। ঠিক কী হয়েছে তা জানার পরেই কোতয়ালী থানায় ভাইয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও জানান তিনি। এদিকে কোতয়ালী থানা সুত্রের খবর, অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে। মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হবে।