জলপাইগুড়ি, 7 সেপ্টেম্বর : জলপাইগুড়ি টাউন স্টেশন থেকে তিস্তা-তোর্সা এক্সপ্রেস এবং জলপাইগুড়ি রোড স্টেশন থেকে পদাতিক এক্সপ্রেসের স্টপেজ তুলে দেওয়া হবে । খবর রটে যেতেই রেলের এমন সিদ্ধান্তের প্রতিবাদে আন্দোলনে নামল ভারতের কমিউনিস্ট পার্টি (মার্কবাদী) সদর পশ্চিম এরিয়া কমিটি ।
গতকাল জলপাইগুড়ি রোড স্টেশনের সুপারিন্টেনডেন্টের মাধ্যমে আলিপুরদুয়ারের ডিভিশনাল ম্যানেজারে কাছে স্মারকলিপি পেশ করা হয় । পার্টির এরিয়া কমিটির সম্পাদক সুদীপ চক্রবর্তী বলেন, "অনেক লড়াইয়ে ফলে তিস্তা-তোর্সা এক্সপ্রেস ট্রেন চালু হয়েছে । যা জলপাইগুড়ি শহর হয়ে হলদিবাড়ি যায়, এটি নাকি তুলে দেওয়া হবে । এমনকি কলকাতা গামী পদাতিক এক্সপ্রেসের স্টপেজও নাকি থাকবে না জলপাইগুড়ি রোড স্টেশনে । রেলওয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে বলে আমরা জানতে পেরেছি । এই জেলার বাসিন্দা হয়ে এমন সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না । জলপাইগুড়ি হাইকোর্টের সার্কিট বেঞ্চ রয়েছে । তাহলে কেন এই বঞ্চনার শিকার হচ্ছে এই জেলা ?"