পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Save Elephant  : হাতিকে রাখি পরিয়ে বন্যপ্রাণী রক্ষার অঙ্গীকার সমাজসেবী তানিয়ার - rakshabandhan

জলপাইগুড়িতে কুনকি হাতিদের রাখি পরানোর পাশাপাশি তাদের প্রিয় সব খাবার খাওয়ানো হল ৷ রাখিবন্ধনের দিনে হাতিদের সঙ্গে এভাবেই দিন কাটিয়ে বন্যপ্রাণী সংরক্ষণের ডাক দিলেন সমাজসেবী তানিয়া হক ৷

হাতি
হাতি

By

Published : Aug 23, 2021, 7:00 AM IST

জলপাইগুড়ি, 23 অগস্ট : হাতিদের রাখি পরিয়ে বন্যপ্রাণীদের সংরক্ষণ করার বার্তা দিলেন সমাজসেবী তানিয়া হক । তাঁর কথায়, প্রায়শই লোকালয়ে এসে হাতিদের মৃত্যু ঘটছে । কখনও আবার ইলেকট্রিক শক দিয়ে হাতিদের মেরে ফেলা হচ্ছে বা হাতির উপর অত্যাচার করা হচ্ছে । রাখিবন্ধনের দিনে তাই বন্যপ্রাণীদের রক্ষার তাগিদে এই উদ্যোগ নিলেন তাঁরা ৷

বছরের আর পাঁচটা দিন জঙ্গলের নিরাপত্তার কাজ করে থাকে গরুমারার কুনকি হাতি ডায়না ও বর্ষণরা । রবিবার রাখিবন্ধনের দিন ধূপঝোড়ার কুনকি হাতিদের রাখি পরানো হল ৷ শুধু তাই নয়, সঙ্গে হাতিদের খাওয়ানো হল তাদের প্রিয় সব খাবার ৷ সবটাই নিজের হাতে করলেন সমাজসেবী ৷

হাতিকে রাখি পরিয়ে বন্যপ্রাণী রক্ষার অঙ্গীকার সমাজসেবীর
রবিবার গরুমারা জাতীয় উদ্যানের ধূপঝোড়া এলিফ্যান্ট ক্যাম্পে গিয়ে হাতিদের রাখি পরানোর প্রসঙ্গে তানিয়া হক বলেন, "আমাদের জন্যই এই বন্যপ্রাণীদের রক্ষা করতে হবে । মাঝে মধ্যেই আমরা দেখতে পাই বন্যপ্রাণীকে হত্যা করা হচ্ছে ৷ এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে । বন্যপ্রাণীদের বাঁচানোর অঙ্গীকারবদ্ধ হতে হবে সবাইকে ৷ যাতে আমাদের পরবর্তী প্রজন্ম এরকম হাতিদের দেখতে পায় ৷ তাই আজ রাখি পরিয়ে আমরা সেই অঙ্গীকার করলাম ৷" এই বিষয়ে স্থানীয় বাসিন্দা মজিবুল আলম জানান, রাখি পূর্ণিমা উপলক্ষে কুনকি হাতিদের প্রিয় মুসুর ডাল, কলা, গুড়, নুনিয়া চাল, আখ ইত্যাদি খাওয়ানো হয়েছে । হাতিদের জন্য বড় রাখি বানিয়ে আনা হয় । হাতিদের রাখি পরানো ও খাওয়ানোর পাশাপাশি মাহুতদেরও মিষ্টিমুখ
করানো হয় ।

আরও পড়ুন :ক্যামেরায় ধরা পড়ল কাঁঠাল চোর, জানেন সে কে ?

ABOUT THE AUTHOR

...view details