পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রয়াত সমাজকর্মী অভয় খাখা - JALPAIGURI

উত্তরবঙ্গে আদিবাসীদের নিয়ে একটি সচেতনতা শিবিরে যোগ দিতে গিয়েছিলেন । সেখানেই হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কলার তথা আদিবাসী সমাজকর্মী ডঃ অভয় খাখা ।

JALPAIGURI
JALPAIGURI

By

Published : Mar 15, 2020, 8:50 PM IST

জলপাইগুড়ি, 15 মার্চ : চা কারখানা আর দেখা হল না । মাত্র 37 বছর বয়সে প্রয়াত হলেন আদিবাসী লেখক-সমাজকর্মী ডঃ অভয় খাখা । উত্তরবঙ্গে এসেছিলেন আদিবাসীদের সচেতনতা শিবিরে যোগ দিতে । সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্কলার ৷ ছত্তিশগড়ের দেশপুরের বাসিন্দা ছিলেন তিনি ৷

গত 13 মার্চ দিল্লি থেকে সিস্টার ললিতা ও নিকোলাস বারলাকে সঙ্গে নিয়ে বাগডোগরাতে এসেছিলেন সচেতেনতা শিবিরে যোগ দিতে । বাগডোগরা ডায়াসিসের বিশপ ভিনসেন্ট আইন্দ জানান, "অত্যন্ত দুঃখজনক ঘটনা । ওঁর অকালপ্রয়াণে আমরা শোকাহত । আমাদের আমন্ত্রণে তিনি সাড়া দিয়ে বাগডোগরায় এসেছিলেন । আজ তাঁর ফিরে যাওয়ার কথা ছিল ।"

তিনি জানান, "গতকাল আমাদের সমাজ সচেতনতার প্রোগ্রাম শেষ করে ঘুরতে বেরোই । বিকেল পাঁচটা নাগাদ ডঃ অভয় খাখা হৃদরোগে আক্রান্ত হন ৷ সিস্টার ললিতা কোনওদিন চা বাগানের ফ্যাক্টরি দেখেনি তাই তাঁদের সবাইকে নিয়ে ফ্যাক্টরি দেখতে গিয়েছিলাম । আমরা নকশালবাড়ির কিরণচন্দ্র চা বাগানের ফ্যাক্টরি দেখতে গিয়েছিলাম কিন্তু ঢোকার অনুমতি ছিল না ৷ চেষ্টা করছিলাম যাতে ঢোকা যায় । অভয় একটু দূরে দাঁড়িয়ে ছিল । এমন সময় দূর থেকে এক চৌকিদার দৌড়ে এসে আমাদের জানায় অভয় বেহুঁশ হয়ে যাচ্ছেন ৷ শ্বাস নিতে পারছেন না । আমরা তাড়াতাড়ি চা বাগানের ডাক্তারের কাছে তাঁকে নিয়ে যাই ৷"

অভয়কে নকশালবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক । আজ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্ত হয় ৷ তারপর দেহ অ্যাম্বুলেন্সে করে তার পৈতৃক বাড়ি ছত্তিশগড়ের দেশপুরে পাঠানো হয় ৷

ABOUT THE AUTHOR

...view details