জলপাইগুড়ি, 1 মার্চ: চা শ্রমিকদের বকেয়া মেটানোর দাবিতে কেন্দ্রীয় মন্ত্রী তথা আলিপুরদুয়ারের সাংসদ জন বারলার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভে বসল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন (Sit in protest Infront of John Barlas House)। গতমাসে 3 তারিখে একই দাবিতে জন বারলার বাড়ির সামনে ধরনায় বসেছিলেন আইএনটিটিইউসি (INTTUC)- এর রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মালবাজারের সভা থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছিলেন চা শ্রমিকদের পাওনার দাবিতে বিজেপির সাংসদ ও বিধায়কদের বাড়িতে ঘেরাও কর্মসূচি করা হবে। সেই কথামতো কেন্দ্রীয় মন্ত্রীর বাড়ির সামনে এদিন ফের ধরনায় বসল তৃণমূল কংগ্রেসের চা শ্রমিক সংগঠন।
পিএফ-এ দুর্নীতির শিকার চা শ্রমিকরা, কেন্দ্রীয় সরকারের একাধিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তারা ৷ এমনই চার দফা দাবিদাওয়া নিয়েই বিক্ষোভে সামিল হল তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন । তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের অভিযোগ, কেন্দ্রীয় সরকারের চরম উদাসীনতার কারণে চা শ্রমিকরা বিভিন্ন বিষয় থেকে বঞ্চিত হচ্ছেন। তাঁরা অবসরের পরেও কেন্দ্রীয় সরকারের পিএফ পাচ্ছেন না। চা বাগানের শ্রমিকদের বৃত্তি দেওয়া হচ্ছে না। কেন্দ্রীয় বাজেটে চা বাগানের কোনও বরাদ্দ ঘোষণা করা হয়নি বলেও অভিযোগ তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের।