জলপাইগুড়ি, 5 জানুয়ারি: বিডিও অফিসের কাছে বকেয়া টাকা না পেয়ে বুধবার আত্মহত্যার চেষ্টা করেন খাবারের দোকানের মালিক (Shop Owners Died by Suicide Blaming Maynaguri BDO in Jalpaiguri ) । প্রথমে তাঁকে ময়নাগুড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে অবস্থার অবনতি হওয়ায় নিয়ে যাওয়া হয় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ৷ সেখানেই বৃহস্পতিবার বিকেলে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি । এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ময়নাগুড়িতে । ময়নাগুড়ি বিডিও অফিসের কাছে একটি লাঞ্চ ও ব্রেকফাস্টের জন্য প্রায় 4 লক্ষ 31 হাজার টাকা বকেয়া না পেয়ে সুইসাইড নোটে বিডিও ও বিডিও অফিসের বড়বাবুকে দায়ী করে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন স্থানীয় ফুডপার্কের মালিক গৌতম দাস । বুধবার দুপুরে তিনি বিডিও অফিস চত্বরেই বিষ খান ৷ ভাইরাল হয় সুইসাইড নোট । বৃহস্পতিবার চিকিৎসা চলাকালীন তাঁর মৃত্য়ু হয় ৷
ময়নাগুড়ি মধ্য খাগড়াবাড়ির বাসিন্দা গৌতম দাসের খাবারের দোকান রয়েছে বিডিও অফিস সংলগ্ন এলাকাতেই ৷ আগে তিনি ময়নাগুড়ি পঞ্চায়েত সমিতির খুকশিয়া পার্কে ফুড পার্ক চালাতেন । বিগত কয়েক বছর ধরে বিডিও অফিসের কাছে তিনি পেতেন মোট বকেয়া হয় 4 লাখ 31 হাজার 705 টাকা ৷ তা না পাওয়াতেই এই ঘটনা ৷
আরও পড়ুন : বিডিও অফিসে বকেয়া লক্ষ লক্ষ টাকা, আত্মহত্যার চেষ্টা দোকানির