জলপাইগুড়ি, 27 এপ্রিল: জল্পেশ মন্দিরের স্কাইওয়াক তৈরির সময় খনন কাজ করতে গিয়ে উদ্ধার হল শিবলিঙ্গ (Shiva Lingam Recoverd)। রাজ্য সরকারের পক্ষ থেকে জল্পেশ মন্দিরের উন্নয়নে জন্য বেশ কিছুদিন ধরেই কাজ চলছিল । আর্থ মুভার দিয়ে মাটি খোঁড়ার সময় মাটির নিচ থেকে উদ্ধার হল পাথরের শিবলিঙ্গ ।
জানা গিয়েছে, শিবলিঙ্গটির দৈর্ঘ্য় প্রায় 2 ফুট । ওজন প্রায় 250 কেজি । এদিন আর্থ মুভার দিয়ে মাটি খোঁড়ার সময় প্রায় 15 ফুট নিচে এই শিব লিঙ্গটি উদ্ধার হয় । জল্পেশ মন্দির চত্বরে মাটির নিচ থেকে শিবলিঙ্গ উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই শিবলিঙ্গ দেখতে প্রচুর মানুষ ভিড় জমান । এরপর জল্পেশ ট্রাস্টি বোর্ডের তরফ থেকে মূর্তিটি মন্দিরের সামনে নিয়ে আসা হয় । সেখানে এলাকার বাসিন্দারা এসে মূর্তিটির ওপর ফুল, দুধ ঢালতে শুরু করেন ।
আরও পড়ুন :Metal idols steal from Kali Temple : চন্দননগরের কালীমন্দিরে মূল্যবান ধাতুর মূর্তি চুরি