পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

লকডাউনে স্কুলের ফি মকুবের দাবি SFI-এর - ছাত্র ফেডারেশন

স্কুলের ফি মকুব, ছাত্রছাত্রীদের জন্য গাড়ি ভাড়া মকুব-সহ একাধিক দাবিতে জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছে স্মারকলিপি দিল SFI ।

school fees exemption
fees exemption

By

Published : Jul 3, 2020, 8:17 PM IST

জলপাইগুড়ি, 3জুলাই : কোরোনা সংক্রমণ রোধে লকডাউনেরজেরে অনেকেরই রুজিরুটিতে টান পড়েছে । ফলে ছেলেমেয়েদের স্কুলের ফিস জমা করারসামর্থ্যও হারিয়ে ফেলেছেন অনেক অভিভাবকই । এই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের সমস্তস্কুলের ফি মকুব করার দাবি জানালSFI

কোরোনাপরিস্থিতি স্বাভাবিক হলে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বিশেষক্লাসের ব্যবস্থা,পাশাপাশিপ্রত্যেক ছাত্রছাত্রীকে বিনামূল্যে মাস্ক ও স্যানিটাইজ়ার দেওয়ার দাবিও জানানো হয়SFI-এরতরফে । ছাত্রছাত্রীদের জন্য গাড়ি ভাড়া মকুব-সহ একাধিক দাবিতে আজ জলপাইগুড়ি জেলাবিদ্যালয় পরিদর্শকের (মাধ্যমিক) কাছেSFI-এর পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয় ।

লকডাউনের ফলে বর্তমানে জেলার গরিব,খেটে খাওয়া মানুষের অবস্থা খুবই খারাপ । খাবার জুটছেনা যেখানে,সেখানে স্কুলের ফি দেওয়া তাঁদের পক্ষে এখন খুবই কঠিন,"বলে জানানSFI-এর জেলা সম্পাদক প্রভাকর সরকার । ছাত্রছাত্রীদের কথামাথায় রেখে তাদের পাশে দাঁড়ানোর জন্যই আজকের এই কর্মসূচি বলে জানান তিনি । এদিনেরকর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক প্রভাকর সরকার,শুভময় ঘোষ,কঙ্কন রায়চৌধুরি,অনুভব দে ও অন্যান্যরা।

ABOUT THE AUTHOR

...view details