পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে ঝড়-শিলাবৃষ্টি, ব্যাপক ক্ষতির আশঙ্কা - জলপাইগুড়ি

সন্ধের পর রাজ্যের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনাও ছিল । আজ জলপাইগুড়িতে বিকেল থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে । সেই সঙ্গে শুরু হয় বৃষ্টি ।

জলপাইগুড়িতে ব্যপক ঝড় শিলাবৃষ্টি
জলপাইগুড়িতে ব্যপক ঝড় শিলাবৃষ্টি

By

Published : Apr 9, 2020, 9:11 PM IST

জলপাইগুড়ি, 9 এপ্রিল: জলপাইগুড়ি জেলার একাধিক এলাকায় বিক্ষিপ্তভাবে ঝড় ও শিলাবৃষ্টি। এর জেরে ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে ।।

সন্ধের পর রাজ্যের সব জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর । উত্তরবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টির সম্ভাবনাও ছিল । আজ জলপাইগুড়িতে বিকেল থেকেই ঝোড়ো হাওয়া বইতে শুরু করে । সেইসঙ্গে শুরু হয় বৃষ্টি । সন্ধ্যা নামতেই জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকায় ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টিও শুরু হয় । এতে ময়নাগুড়ি ব্লকের বিস্তীর্ণ এলাকায় ঝড়ের দাপটে প্রচুর কাঁচা বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে । শিলাবৃষ্টির ফলে কৃষিকাজে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছে জেলা প্রশাসন ।

জেলায় একাধিক বড় বড় গাছ ভেঙে পড়ার খবর পাওয়া গিয়েছে । জলপাইগুড়ি সদর ব্লক, ময়নাগুড়ি, মালবাজার এলাকায় ঝড়ের ফলে অনেক বাড়ি-ঘরের ক্ষতি হয়েছে । জেলা প্রশাসনের তরফে প্রত্যেক ব্লকে ক্ষয়ক্ষতির পরিমাণ জানার জন্য ব্লক আধিকারিককে নির্দেশ দেওয়া হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details