জলপাইগুড়ি, 14 জানুয়ারি: জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনার বলি তিন মহিলা। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াল এলাকায়। পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হল তিন মহিলার। জখম হয়েছেন আরও দু'জন। তাঁরা সিকিমের গ্যাংটক তাডং এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ এবং হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম ময়না ছেত্রী (45), পবিত্রা গুরুং (42) ও সঙ্গীতা ছেত্রী (43)। জানা গিয়েছে, রবিবার একটি ছোট গাড়িতে চেপে পাঁচজন গ্যাংটকের টাডং থেকে বীরপাড়ায় তাঁদের আত্মীয়ের বাড়িতে আসছিলেন। পথে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। ঘটনায় দু'জন মহিলা গুরুতর জখম হয়েছে ৷ বর্তমানে সুলকাপাড়া ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাঁরা ৷ হাসপাতাল সূত্রে খবর, জখম দুই ব্যক্তির নাম ভানু ভক্ত যোগী (50) ও শচীন কার্কি। ভানু ওই গাড়ি চালাচ্ছিলেন বলেই জানা গিয়েছে। মৃত ময়না ছেত্রী তাঁর স্ত্রী।
হতাহতদের প্রত্যেকেই একে ওপরের আত্মীয় বলেই খবর। ঘটনাটি ঘটে এদিন দুপুরে নাগরাকাটার ধরণিপুর চা বাগানের সামনে 17 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি আচমকাই উলটে রাস্তার পাশের ড্রেনে মুখ থুবড়ে পড়ে যায় ৷ কার্যত দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। স্থানীয়রা প্রাথমিকভাবে উদ্ধার কাজে হাত লাগায় ৷ পরে পুলিশ এসে প্রত্যেককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
স্থানীয় এক বাসিন্দা জানান, সিকিমের নম্বর প্লেটের গাড়িটি বানারহাটের দিকে যাচ্ছিল। প্রচণ্ড গতিতে এসে গাড়িটি হঠাৎই রাস্তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে উলটে যায়। ঘটনাস্থলেই দু'জনকে মৃত বলে মনে হয়েছিল স্থানীয়দের। বাকি তিন জনের দেহে তখনও প্রাণ ছিল বলেও জানাচ্ছে স্থানীয়রা ৷ অন্যদিকে শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়া আহত তিনজনের মধ্যে একজনকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর দুর্ঘটনাগ্রস্থ গাড়িটিকে উদ্ধার করে নাগরাকাটা থানায় নিয়ে আসা হয়েছে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷