জলপাইগুড়ি, 25 জুলাই: স্কুলে গিজগিজ করছে সাপের বাচ্চা । ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হল ক্লাস । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে । সোমবার থেকে এখনও পর্যন্ত তিন দফায় একে একে 37টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা । জানা গিয়েছে, সোমবার স্কুলের মিডডে মিলের রান্না ঘরের পাশে পাম্পের মোটর রুমে সাপের খোলস দেখতে পাওয়া যায় ৷ তাতে কিছুটা সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের । পরে সন্দেহ বাস্তবে পরিণত হয় ৷ দুটি সাপের বাচ্চাকে দেখতে পায় তারা । এরপরে সাপ উদ্ধার করতে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসকে । সাপগুলি উদ্ধার করতে আসেন তিনি ৷
জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার স্কুলে গোখরো সাপের বাচ্চাগুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে । এ দিকে বিদ্যালয় থেকে সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় ঘুম উড়েছে খোদ স্কুলের শিক্ষিকাদের । যদিও মঙ্গলবার ছাত্রীদের স্কুলে আসতে বারন করা হয়েছে । জানা গিয়েছে, এখনও বড় সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়নি । তার খোঁজে তল্লাশি চলছে ৷