পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Snake Recovered from School: জলপাইগুড়ির স্কুলে গিজগিজ করছে গোখরো সাপের বাচ্চা, আতঙ্কিত পড়ুয়ারা

জলপাইগুড়ির একটি স্কুল থেকে উদ্ধার এখনও পর্যন্ত 37টি গোখরো সাপের বাচ্চা ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে পড়ুয়া থেকে শিক্ষিকারা ৷ সাপ উদ্ধারের কাজ চলছে ৷ নিরাপত্তার কথা মাথায় রেখে ছুটি দেওয়া হয়েছে স্কুল ৷

By

Published : Jul 25, 2023, 6:46 PM IST

Updated : Jul 25, 2023, 6:58 PM IST

Snake Recovered
সাপের বাচ্চা

জলপাইগুড়ির স্কুলে গিজগিজ করছে গোখরো সাপের বাচ্চা

জলপাইগুড়ি, 25 জুলাই: স্কুলে গিজগিজ করছে সাপের বাচ্চা । ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বন্ধ করে দেওয়া হল ক্লাস । ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ে । সোমবার থেকে এখনও পর্যন্ত তিন দফায় একে একে 37টি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করেন স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা । জানা গিয়েছে, সোমবার স্কুলের মিডডে মিলের রান্না ঘরের পাশে পাম্পের মোটর রুমে সাপের খোলস দেখতে পাওয়া যায় ৷ তাতে কিছুটা সন্দেহ হয় স্কুল কর্তৃপক্ষের । পরে সন্দেহ বাস্তবে পরিণত হয় ৷ দুটি সাপের বাচ্চাকে দেখতে পায় তারা । এরপরে সাপ উদ্ধার করতে খবর দেওয়া হয় স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাসকে । সাপগুলি উদ্ধার করতে আসেন তিনি ৷

জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকার স্কুলে গোখরো সাপের বাচ্চাগুলি উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় । বিদ্যালয় কর্তৃপক্ষের দাবি, ছাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে । এ দিকে বিদ্যালয় থেকে সাপের বাচ্চা উদ্ধারের ঘটনায় ঘুম উড়েছে খোদ স্কুলের শিক্ষিকাদের । যদিও মঙ্গলবার ছাত্রীদের স্কুলে আসতে বারন করা হয়েছে । জানা গিয়েছে, এখনও বড় সাপটিকে উদ্ধার করা সম্ভব হয়নি । তার খোঁজে তল্লাশি চলছে ৷

গোখরো সাপের বাচ্চা উদ্ধার

আরও পড়ুন:ড্রেসিং টেবিলের নীচে 24টি কোবরা, ঘুম উড়েছে নেটপাড়ার; দেখুন ভিডিয়ো

এ দিন জলপাইগুড়ি মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রিমা তিওয়ারি বলেন, "গতকাল আমাদের বিষয়টি প্রথম চোখে পরে । মিড-ডে মিল রান্নার দায়িত্বে থাকা কর্মী পাম্প চালানোর জন্য মেশিন রুমে যান ৷ সেই সময়ই তাঁর নজরে আসে সাপের খোলসটি । কিছুক্ষণ পরেই সাপের দুটি বাচ্চা দেখতে পান তিনি । এরপরেই সাপ ধরার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীকে ডাকা হয় ।" এ দিকে স্বেচ্ছাসেবী সংগঠনের সম্পাদক অঙ্কুর দাস বলেন, "গতকাল থেকে এখনও পর্যন্ত 37টি সাপের বাচ্চা উদ্ধার করেছি । কিন্তু বড় সাপ টিকে এখন দেখা যায়নি । সেই কারণে যতক্ষন পর্যন্ত সুনিশ্চিত করা না যাচ্ছে একটিও সাপ নেই, ততক্ষন পর্যন্ত ছাত্রীর নিরাপত্তার স্বার্থে পঠন পাঠন বন্ধ রাখার জন্য বিদ্যালয় কর্তৃপক্ষকে বলা হয়েছে ।"

Last Updated : Jul 25, 2023, 6:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details