পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের দিন জলপাইগুড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত 7 সাংবাদিক - গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ

ফের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আঘাত ৷ ছাপ্পা ভোটের অভিযোগ ছিল ৷ বুথে সেই ছবি তুলতে গিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন সাতজন সাংবাদিক ৷

Bengal Panchayat Polls violence
সাংবাদিক আক্রান্ত

By

Published : Jul 9, 2023, 7:07 PM IST

জলপাইগুড়িতে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত সাংবাদিক

ধূপগুড়ি, 9 জুলাই:নাথুয়ায় ছাপ্পা ভোটের অভিযোগ পেয়েছিলেন সাংবাদিকরা ৷ সেখানে ছবি তুলতে গিয়ে শনিবার দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন বিভিন্ন সংবাদমাধ্যমের সাতজন প্রতিনিধি ৷ বিভিন্ন সংগঠনের সাংবাদিক । অভিযোগ, তাঁদের গলায় গামছা পেঁচিয়ে মারধর করা হয়েছে ৷ অভিযোগের তির তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে । আক্রান্ত সাংবাদিকদের মধ্যে 6 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁরা জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ।

জানা গিয়েছে, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের নাথুয়াহাটের 15/41 নম্বর বুথে শাসকদল তৃণমূলের পক্ষ থেকে ছাপ্পা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ ছিল । সেই খবর করতে গিয়ে আক্রান্ত হয়েছেন বিভিন্ন চ্যানেল ও পত্রিকার মোট সাতজন সাংবাদিক । তাদের মধ্যে ছ'জন সাংবাদিক গুরুতর জখম হয়েছেন । গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এভাবে আক্রান্ত হওয়ার ঘটনায় তীব্র নিন্দার ঝড় উঠেছে সর্বত্র । ইতিমধ্যে বিষয়টি জলপাইগুড়ির জেলাশাসক, পুলিশ সুপারকে জানানো হয়েছে । অভিযোগ, প্রায় 40- 50 জন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সাংবাদিকদের উপর চড়াও হয় ।

এই ঘটনার পর সকলকে উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয় । তাঁদের মধ্যে ছ'জনের অবস্থা গুরুতর হওয়ায় প্রথমে ভরতি করা হয় ধূপগুড়ি হাসপাতালে । পরে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতাল থেকে গুরুতর জখম সাংবাদিকদের জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে । এখনও সবাই জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন ।

আরও পড়ুন:দেদার ছাপ্পা অনুব্রতহীন বীরভূমে ! দুষ্কৃতীদের হাতে আক্রান্ত ইটিভি ভারতের সাংবাদিক

প্রসঙ্গত, গতকাল ইলামবাজারে ছাপ্পা ভোটের অভিযোগ পান সাংবাদিকরা ৷ সেই খবর করতে গিয়ে আক্রান্ত হন ইটিভি ভারতের সাংবাদিক-সহ আরও একজন ৷ তাঁদের উপর চড়াও হয় দুষ্কৃতীরা ৷ অভিযোগ, বেধড়ক মারধর করা হয় ওই দুই সাংবাদিককে ৷ একজনের চশমা ভেঙে দেওয়া হয় ৷ অপরজনের জামা ও গেঞ্জি ছিঁড়ে দিয়েছে হামলাকারীরা ৷ বাঁশ ও লাঠি দিয়ে তাঁদের মারধর করা হয় ৷ এমনকী তাঁদের মোবাইল ফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ ৷

ABOUT THE AUTHOR

...view details