জলপাইগুড়ি, 16 এপ্রিল : মহড়া চলাকালীন সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে প্রবেশ করে প্রাণ গেল দশটিরও বেশি গৃহপালিত পশুর ৷ মালবাজার ব্লকের তিস্তার চরে এদিন সেনা ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়ে বেশ কিছু মহিষ ৷ সে সময় সেনার গুলিতে বেঘোরে প্রাণ যায় 16টি মহিষের (Several domestic animal death at army firing range in Jalpaiguri) । গুরুতর জখম বাকি 4টি মহিষও ৷
ওয়াশাবাড়ি চা-বাগানের কলাগাথি ডিভিশনের বাসিন্দা মহিষগুলির মালিক ভীম দর্জি জানান, রোজকার মতই তিস্তার চরে মহিষ চরাতে যান মহিষগুলির প্রতিপালক। সে সময় বৃষ্টি চলে আসায় তিনি গাছের নীচে আশ্রয় নেন। অন্যদিকে মহিষগুলো ঘাস খেতে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে চলে যায়। তখনই সেনার মহড়ায় 16টি মহিষের প্রাণ যায় ৷ গুরুতর আহত অবস্থায় তিস্তার চরেই রয়েছে আরও 4টি মহিষ।