পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Domestic Animals Death : মহড়া চলাকালীন সেনার ফায়ারিং রেঞ্জে প্রবেশ, বেঘোরে প্রাণ গেল 16টি গৃহপালিত পশুর

মালবাজার ব্লকের তিস্তার চরে এদিন সেনা ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়ে বেশ কিছু মহিষ ৷ সে সময় সেনার গুলিতে বেঘোরে প্রাণ যায় 16টি মহিষের (Several domestic animal death at army firing range in Jalpaiguri) । গুরুতর জখম 4টি মহিষ ৷

Domestic Animals in Jalpaiguri
সেনার ফায়ারিং রেঞ্জে বেঘোরে প্রাণ গেল 16টি গৃহপালিত পশুর

By

Published : Apr 16, 2022, 12:54 PM IST

জলপাইগুড়ি, 16 এপ্রিল : মহড়া চলাকালীন সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে প্রবেশ করে প্রাণ গেল দশটিরও বেশি গৃহপালিত পশুর ৷ মালবাজার ব্লকের তিস্তার চরে এদিন সেনা ফায়ারিং রেঞ্জে ঢুকে পড়ে বেশ কিছু মহিষ ৷ সে সময় সেনার গুলিতে বেঘোরে প্রাণ যায় 16টি মহিষের (Several domestic animal death at army firing range in Jalpaiguri) । গুরুতর জখম বাকি 4টি মহিষও ৷

ওয়াশাবাড়ি চা-বাগানের কলাগাথি ডিভিশনের বাসিন্দা মহিষগুলির মালিক ভীম দর্জি জানান, রোজকার মতই তিস্তার চরে মহিষ চরাতে যান মহিষগুলির প্রতিপালক। সে সময় বৃষ্টি চলে আসায় তিনি গাছের নীচে আশ্রয় নেন। অন্যদিকে মহিষগুলো ঘাস খেতে সেনাবাহিনীর ফায়ারিং রেঞ্জে চলে যায়। তখনই সেনার মহড়ায় 16টি মহিষের প্রাণ যায় ৷ গুরুতর আহত অবস্থায় তিস্তার চরেই রয়েছে আরও 4টি মহিষ।

আরও পড়ুন : ঝড়ে লন্ডভন্ড আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা

সেনার প্রতি কোনও অনুযোগ না-থাকলেও গৃহপালিত পশুগুলির মৃত্যুতে ক্ষতিগ্রস্ত ভীম দর্জির সরকারের কাছে আবেদন, যদি কোনওভাবে তাঁকে সাহায্য করা যায়। কারণ, মহিষের দুধ বিক্রি করেই দিন গুজরান হয় তাঁর। তবে সেনাবাহিনী ও জেলাপ্রশাসনের পক্ষ থেকে কঠোর ভাবে নিষিদ্ধ থাকলেও কীভাবে মহিষগুলি সেনাবাহিনীর অঞ্চলে প্রবেশ করল, তা নিয়ে থাকছে প্রশ্ন ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details