জলপাইগুড়ি, 15 এপ্রিল:চড়ক সংক্রান্তিতে গাছ ভেঙে পড়ে বিপত্তি ৷ হঠাৎ দুর্ঘটনায় আহত শিশু-সহ 4। তার মধ্যে একজন গাজন সন্ন্যাসী । পাশাপাশি শিশু এবং মহিলা ও এক জন পুজো উদ্যোক্তাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ শুক্রবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি কুমোর পাড়া এলাকার ঘটনা । রাত 9.30 টা নাগাদ ঐ এলাকায় চলতে থাকা চড়ক মেলার গাছ থেকে ভেঙ্গে পড়ে গাছের গুড়ি । তাতেই আহত হয়েছেন কয়েকজন গাজন সন্ন্য়াসী ৷
মেলা শুরু হবার প্রায় ঘণ্টা খানেকের মধ্যে চড়ক ঘোরানো শুরু হয় । প্রথম একবার ঘোরানোর পরই গাছের গুড়ি ছিটকে পড়ে মাটিতে । চড়ক গাছে বড়শি লাগানো ব্যক্তি পড়ে যান ৷ তার জেরে জখম হন মেলা দেখতে আসা মানুষজন ৷ এর মধ্যে এক শিশুও রয়েছে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ। আহতদের মেলা কমিটির লোকজন এবং স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসে । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ৷