পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Several Devotees Injured: চড়কের মেলায় গাছ ভেঙে আহত শিশু-সহ 4

সংক্রান্তির রাতে চড়ক গাছ ভেঙে বিপত্তি। দুর্ঘাটনায় আহত 4 জন। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি কুমোর পাড়া এলাকায়।

ETV Bharat
চড়কের মেলায় গাছ ভেঙে আহত গাজন সন্ন্যাসী

By

Published : Apr 15, 2023, 1:16 PM IST

জলপাইগুড়ি, 15 এপ্রিল:চড়ক সংক্রান্তিতে গাছ ভেঙে পড়ে বিপত্তি ৷ হঠাৎ দুর্ঘটনায় আহত শিশু-সহ 4। তার মধ্যে একজন গাজন সন্ন্যাসী । পাশাপাশি শিশু এবং মহিলা ও এক জন পুজো উদ্যোক্তাও আহত হয়েছেন বলে জানা গিয়েছে ৷ শুক্রবার ধূপগুড়ি ব্লকের বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের মধ্য বোরাগাড়ি কুমোর পাড়া এলাকার ঘটনা । রাত 9.30 টা নাগাদ ঐ এলাকায় চলতে থাকা চড়ক মেলার গাছ থেকে ভেঙ্গে পড়ে গাছের গুড়ি । তাতেই আহত হয়েছেন কয়েকজন গাজন সন্ন্য়াসী ৷

মেলা শুরু হবার প্রায় ঘণ্টা খানেকের মধ্যে চড়ক ঘোরানো শুরু হয় । প্রথম একবার ঘোরানোর পরই গাছের গুড়ি ছিটকে পড়ে মাটিতে । চড়ক গাছে বড়শি লাগানো ব্যক্তি পড়ে যান ৷ তার জেরে জখম হন মেলা দেখতে আসা মানুষজন ৷ এর মধ্যে এক শিশুও রয়েছে । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে । খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ধূপগুড়ি থানার পুলিশ। আহতদের মেলা কমিটির লোকজন এবং স্থানীয়রা উদ্ধার করে ধূপগুড়ি হাসপাতালে নিয়ে আসে । আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়েছে ৷

এই প্রসঙ্গেই স্থানীয় বাসিন্দা বিপুল রায় বলেন, "আচমকা গাছ ভেঙে পড়ে । প্রথম একবার ঘোরার সঙ্গে সঙ্গে ছিটকে পড়েন সন্ন্যাসীরা । বড়শি লাগানো একজন সন্ন্যাসীও ছিটকে পড়েন । ঘটনায় এক শিশু-সহ বেশ কয়েকজন আহত হয়েছে ।"

আরও পড়ুন:রুদ্রদেবের গাজন ! মানুষের খুলি নিয়ে নাচ ভক্তদের

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় বারোঘরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতাপ মজুমদার ৷ এই প্রসঙ্গেই তিনি জানান, প্রতিবছর ধরে দূরদূরান্তের বহু মানুষ আসেন চড়ক মেলা দেখতে ৷ দীর্ঘদিনের পুরনো এই মেলা ৷ তবে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও জানা যায়নি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ চৈত্র সংক্রান্তি উপলক্ষ্যে একাধিক এলকায় চড়ক মেলা বসেছে ৷ সাধারণত চৈত্র মাসের শেষ দিনেই হয় এই মেলা ৷ রাজ্যের প্রায় প্রতিটি এলাকায় নিজস্ব আঙ্গিকে হয় এই চড়ক মেলা ৷ যেমন মুর্শিদাবাদের কান্দিতে মরার মাথার খুলি নিয়ে নাচতে দেখা গাজন সন্ন্য়াসীদের ৷ যা এই মেলার বিশেষত্ত্ব ৷

ABOUT THE AUTHOR

...view details