জলপাইগুড়ি, 20 অক্টোবর:মহাষষ্ঠীর দিনে নিজের বাড়িতেই গুলি করে আত্মঘাতী হলেন জেলা জজের নিরাপত্তা রক্ষী । জানা গিয়েছে, আজ ভোর রাতে নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন জলপাইগুড়ির ওই পুলিশকর্মী । আশংকাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি ৷ হাসপাতালে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় ৷
পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে যে, নিজের সার্ভিস রিভলভার দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করেন ওই পুলিশ কনস্টেবল । তাঁর নাম রঞ্জিত রাজবংশী । তিনি জেলা জজের নিরাপত্তা রক্ষী হিসেবে কর্মরত ছিলেন । তবে কী কারণে এমন ঘটনা ঘটল, তা ভেবেই পাচ্ছেন না পুলিশ মহল থেকে শুরু করে প্রতিবেশীরা । কীভাবে কেন এমন ঘটনা ঘটল, তার উত্তর খুঁজছেন তদন্তকারী পুলিশকর্মীরা ।
জানা গিয়েছে, জলপাইগুড়ি রেসকোর্স পাড়ার হাউজিং কমপ্লেক্সে থাকতেন রঞ্জিত রাজবংশী । আজ ভোর রাতে হঠাৎ গুলির আওয়াজ পান স্থানীয়রা । ছুটে যান রঞ্জিত রাজবংশীর ঘরে । গিয়ে দেখেন. বাড়ির খাটের মধ্যে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন রঞ্জিত । এরপর অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে প্রথমে জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের সুপার স্পেশালিটি বিভাগে যাওয়া হয় । কিন্তু পরিস্থিতি জটিল হওয়ায় সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । তবে সেখানে নিয়ে যাওয়ায় পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ওই পুলিশকর্মী ।