জলপাইগুড়ি, 5 অক্টোবর: সিকিমের বিপর্যয়ের ফলে নিখোঁজ জওয়ানদের খোঁজে নামলেন সেনা আধিকারিকরা । 23 জন সেনা নিখোঁজ থাকলেও একজনকে জীবিত উদ্ধার করা গিয়েছে । তাঁর চিকিৎসা চলছে ৷ আর বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷ এবার তিস্তা নদীতে ভেসে এল সেনা জওয়ানের পোশাক ৷ তিস্তা নদীর করোনেশন সেতু, গাজোলডোবা ব্যারেজ, তিস্তা সেতুর নিচে তল্লাশি চালান সেনার আধিকারিক ও জওয়ানরা । আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷
বুধবার সিকিমে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে বাংলা থেকে সিকিমের যোগাযোগকারী 10 নং জাতীয় সড়ক তিস্তার জলের তোড়ে উড়ে গিয়েছে । রাজ্যপালের পাশাপাশি রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক জলপাইগুড়ি জেলার গাজোলডোবাতে বৈঠক শেষে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখবেন। সেনা সূত্রে জানানো হয়েছে, তিস্তা নদীর জলে জলপাইগুড়ি সেক্টরের বেশ কিছু বিএসএফ বিওপিতে জল ঢুকে যায়। বিবেকানন্দপল্লীর বাসিন্দা সুগ্রীব রায় বলেন, "তিস্তা নদীতে সেনা জওয়ানের একটা পোশাক ভেসে এসেছে আমরা উদ্ধার করেছি । একট বড় ব্যাগ মাটিতে ঢুকে আছে । তবে আজ তিস্তা অনেক শান্ত ।"