পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দুঃস্থদের সাহায্য করতে এগিয়ে এল জলপাইগুড়ি স্কুল ছাত্রী - TMC Youth Warrior

জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দেবাদৃতা ঘোষ । এদিন জলপাইগুড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কোভিড ভলেন্টিয়ার তৃণমূল যুব যোদ্ধাদের হাতে জমানো টাকা তুলে দিলেন ।

দুঃস্থদের সাহায্য করতে এগিয়ে এল জলপাইগুড়ি স্কুল ছাত্রী
দুঃস্থদের সাহায্য করতে এগিয়ে এল জলপাইগুড়ি স্কুল ছাত্রী

By

Published : May 29, 2021, 7:36 PM IST

জলপাইগুড়ি, 29 মে : বাবা ও পাড়ার দাদারা কোভিড মোকাবিলায় কাজ করছেন । করোনা আক্রান্ত-সহ দুঃস্থদের খাবার দিয়ে সাহায্য করছেন । এই কাজ দেখে কোভিড মোকাবিলার কাজে এগিয়ে এল এক স্কুল ছাত্রী । জমানো টাকা দুঃস্থদের খাবারের জন্য দিয়ে দিল পাড়ার দাদাদের । ওই ছাত্রী বন্ধুদের কাছেও আবেদন করে তারাও যেন এই সময় এগিয়ে আসে ।

জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দেবাদৃতা ঘোষ । এদিন জলপাইগুড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কোভিড ভলেন্টিয়ার তৃণমূল যুব যোদ্ধাদের হাতে জমানো টাকা তুলে দিলেন ।

দেবাদৃতার বাবা প্রদীপ ঘোষ পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক । বিগত 15 দিন ধরে 18 নম্বর ওয়ার্ডের যুব যোদ্ধাদের সঙ্গে তিনিও বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, স্যানিটাইজার বিলির পাশাপাশি খাবার বিলি করছেন । এই বিষয়টি জানতে পারে দেবাদৃতা বাবার মাধ্যমে তৃণমূল যুব কংগ্রেসের যুব যোদ্ধার সদস্য চিরঞ্জিৎ সরকারকে খবর দেন । আজ চিরঞ্জিতের হাতে জন্মদিন-সহ পুজোর সময় পাওয়া টাকা তুলে দেয় । সব মিলিয়ে 1040 টাকা কোভিডে মানুষের খাবারের জন্য দিয়ে দেয় সে ।

দেবাদৃতা বলে, ‘‘আমি বিভিন্ন সময় টাকা পেলে জমিয়ে রাখি । গত বছর জন্মদিন ও পুজোয় টাকা পেয়েছিলাম, তাই জমিয়ে রেখেছিলাম । বাবা ও পাড়ার দাদারা দুঃস্থ মানুষ, করোনা আক্রান্তের বাড়িতে খাবার পৌছে দিচ্ছে ৷ এটা শোনার পর ভাবলাম আমার জমানো টাকা দিয়ে যদি কিছুটা কাজে লাগে ৷ তাই আমি সাহায্য করলাম । আমি চাই আমার বন্ধুরাও এই ভাবে এগিয়ে আসুক । যাতে এই সময় সাধারণ মানুষের সাহায্য হয় ।’’

আরও পড়ুন :ক্ষুদ্র শিল্প ও শ্রমজীবীদের জন্য কঠিন সময়, উত্তরণের পথ খুঁজছে রাজ্য

পুরসভার 18 নম্বর ওয়ার্ডের তৃণমূল যুব যোদ্ধা চিরঞ্জিৎ সরকার বলেন, ‘‘পাড়ার এই নবম শ্রেণির ছাত্রীটি আমাদের সামাজিক কাজের কথা শুনে করোনা মোকাবিলার জন্য এগিয়ে আসে । আমরা দীর্ঘদিন থেকেই করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌছে দেওয়া থেকে শুরু করে দুঃস্থদের সাহায্য করছি । প্রতিটি বাড়িতে মাস্ক স্যানিটাইজার দিচ্ছি । দেবাদৃতা আমাদের এমন কাজ শুনে তার জমানো টাকা আমাদের দিল । তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা নেই আমাদের কাছে ৷’’

ABOUT THE AUTHOR

...view details