জলপাইগুড়ি, 29 মে : বাবা ও পাড়ার দাদারা কোভিড মোকাবিলায় কাজ করছেন । করোনা আক্রান্ত-সহ দুঃস্থদের খাবার দিয়ে সাহায্য করছেন । এই কাজ দেখে কোভিড মোকাবিলার কাজে এগিয়ে এল এক স্কুল ছাত্রী । জমানো টাকা দুঃস্থদের খাবারের জন্য দিয়ে দিল পাড়ার দাদাদের । ওই ছাত্রী বন্ধুদের কাছেও আবেদন করে তারাও যেন এই সময় এগিয়ে আসে ।
জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী দেবাদৃতা ঘোষ । এদিন জলপাইগুড়ি পুরসভার 18 নম্বর ওয়ার্ডের কোভিড ভলেন্টিয়ার তৃণমূল যুব যোদ্ধাদের হাতে জমানো টাকা তুলে দিলেন ।
দেবাদৃতার বাবা প্রদীপ ঘোষ পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষক । বিগত 15 দিন ধরে 18 নম্বর ওয়ার্ডের যুব যোদ্ধাদের সঙ্গে তিনিও বাড়ি বাড়ি গিয়ে মাস্ক, স্যানিটাইজার বিলির পাশাপাশি খাবার বিলি করছেন । এই বিষয়টি জানতে পারে দেবাদৃতা বাবার মাধ্যমে তৃণমূল যুব কংগ্রেসের যুব যোদ্ধার সদস্য চিরঞ্জিৎ সরকারকে খবর দেন । আজ চিরঞ্জিতের হাতে জন্মদিন-সহ পুজোর সময় পাওয়া টাকা তুলে দেয় । সব মিলিয়ে 1040 টাকা কোভিডে মানুষের খাবারের জন্য দিয়ে দেয় সে ।