পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা আক্রান্ত জলপাইগুড়ি জেলা CPI(M) এর সম্পাদক সলিল আচার্য - Jalpaiguri

সলিল আচার্য কোরোনা আক্রান্ত হবার পরেই জলপাইগুড়ি পুরসভার পক্ষথেকে CPI(M) জেলা কার্যালয়টিকে স্যানিটাইজ করা হয়৷

Corona virus
Corona infected

By

Published : Sep 13, 2020, 12:19 PM IST

জলপাইগুড়ি, 12 সেপ্টেম্বর : কোরোনায় আক্রান্ত হলেন জলপাইগুড়ি জেলা CPI(M) -র জেলা সম্পাদক সলিল আচার্য। আজ তার কোরোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে ।


এদিন সলিল আচার্য কোরোনা আক্রান্ত হবার পরেই জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে CPI(M) জেলা কার্যালয়টিকে স্যানিটাইজ করা হয়৷ সলিল আচার্যের বাড়িটিকে কনটেইনমেন্ট জোন করা হলেও CPI(M) জেলা কার্যালয়টিকে আগামী তিনদিনের জন্য বন্ধ রাখার কথা বলা হয়েছে পুরসভার পক্ষথেকে ।

জানা গেছে, গত তিনদিন থেকে জ্বরে ভুগছিলেন। তাই নিজের বাড়িতেই ছিলেন CPI(M) এর জলপাইগুড়ি জেলা সম্পাদক । শুক্রবার তিনি তার কোরোনা টেস্ট করান বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনে সারি হাসপাতালে গিয়ে। আজ তার রিপোর্ট পজিটিভ আসে।

স্বাস্থ্য দপ্তরের পক্ষথেকে করোনায় আক্রান্ত সলিল বাবুকে জলপাইগুড়ি বিশ্ববাংলা ক্রীড়াঙ্গনের কোভিড হাসপাতালে ভরতি করার কথা বলা হলেও তাকে উন্নত চিকিৎসার জন্য শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়েছে। কারণ সলিল বাবু হাই সুগারের রোগী। গত চার দিন আগেও পর্যন্ত সলিল বাবু জেলা CPI(M) কার্যালয় তথা DBC রোডের সুবোধ সেন ভবনে এসেছিলেন বলে জানা গেছে।

আজ জলপাইগুড়ি পুরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চ্যাটার্জি জানান, আজ CPI(M)কার্যালয় স্যানিটাইজ করা হয়েছে। পাশাপাশি সলিল বাবুর বাড়ি কনটেইনমেন্ট জোন করে স্যানিটাইজ করা হয়েছে পুরসভার পক্ষথেকে। জেলা CPI(M) কার্যালয়টিকে আগামী তিনদিন বন্ধ রাখার কথা বলা হয়েছে।


ABOUT THE AUTHOR

...view details