জলপাইগুড়ি, 11 জানুয়ারি : বিজেপিতে ফের বিদ্রোহ ৷ এতদিন যা সীমাবদ্ধ ছিল হোয়াটসঅ্যাপে ৷ এবার তা সরাসরি চলে এল ফেসবুকে ৷ সেখানেই পোস্ট করে বিজেপির বিধায়ক জানালেন, তিনি নিজেকে সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন (Koushik Roy FB Post) ৷
গেরুয়া শিবিরের এই বিধায়কের নাম কৌশিক রায় (Mainaguri BJP MLA Koushik Roy) ৷ তিনি ময়নাগুড়ির নির্বাচিত ৷ তাঁর এই পোস্টে শুরু আর শেষে রয়েছে আরও তাৎপর্যপূর্ণ অংশ (BJP MLA Controversial FB Post) ৷ তাঁর পোস্টের শুরুতে তিনি লিখেছেন, ‘‘মু মে রাম নাম, বগলমে তিনকা ।’’ আর শেষ হয়েছে ‘জয় শ্রীরাম’ দিয়ে ৷ মাঝখানে তিনি লিখেছেন, ‘‘সমাধান না হয়, সেই পর্যন্ত, সমস্ত রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে বিরত রাখতে বাধ্য হলাম ।’’
কীসের সমাধানের প্রসঙ্গ তিনি টেনেছেন, তার ব্যাখ্যা দেননি ৷ পোস্টের শুরুতে কেন ‘মু মে রাম নাম, বগলমে তিনকা’ লিখলেন, তারও কোনও ব্যাখ্যা দেননি তিনি ৷ স্বাভাবিকভাবেই তাই রাজনৈতিক জল্পনা ছড়াতে বেশি সময় লাগেনি (saffron brigade under controversy after mainaguri mla fb post) ৷
যদিও বিধায়ক কৌশিক রায়ের দাবি, এই পোস্টের সঙ্গে দলীয় রাজনীতি গুলিয়ে ফেলার কোনও যুক্তি নেই । করোনা চলছে তাই আপাতত দলীয় কর্মসূচি মিটিং-মিছিলে না গিয়ে মানব সেবায় নিজেকে আরও বেশি করে যুক্ত রাখবেন তিনি ।