জলপাইগুড়ি, 3 সেপ্টেম্বর : হেলমেটবিহীন মোটর বাইক চালকদের সচেতন করতে অভিনব উদ্যোগ নিল জলপাইগুড়ি ট্রাফিক পুলিশ। ফাইন নয়, হেলমেটবিহীন বাইক আরোহীকে বাইক থেকে নামিয়ে দুর্ঘটনার মডেল দেখাল পুলিশ। হেলমেটবিহীন বাইক আরোহীদের আটকে তাঁদের হেলমেট না পরার ফলে পরিণতি কী হতে পারে তা বোঝানো হয়। হেলমেটবিহীন বাইক আরোহীর সঙ্গে থাকা বাচ্চাকে চকলেট দিয়ে বাবাকে হেলমেট পরানোর আর্জিও জানিয়েছে পুলিশ ৷
এদিন সদর ট্রাফিক পুলিশের ওসি বাপ্পা সাহা শহরের হেলমেটবিহীন বাইক আরোহীদের সচেতন করেন। মদ্যপ অবস্থায় হেলমেট না পরে বাইক চালালে দুর্ঘটনায় ঘটলে কী হয় তা মডেলের মাধ্যমে বোঝানো করা হয়।