শিলিগুড়ি, 22 জুন : বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে গিয়ে রয়্যাল বেঙ্গল শাবক দত্তক নিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে । আর সেই শাবকের নামকরণ করলেন 'অগ্নিবীর' (Royal Bengal Tiger Cub Named) । বুধবার বেঙ্গল সাফারি পার্ক পরিদর্শনে যান কেন্দ্রীয় খাদ্য ও খাদ্যবন্টন, উপভোক্তা বিষয়ক, পরিবেশ ও বনের রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী চৌবে । এদিন বেঙ্গল সাফারি পার্কে গিয়ে তিনি বৃক্ষরোপণও করেন । মন্ত্রী-সহ এদিন সাফারি পার্কে উপস্থিত ছিলেন সোমা দাস, রাজ্যের মুখ্য বনপাল (বন্যপ্রাণ) সৌমিত্র দাস, দার্জিলিংয়ের ডিএফও হরিশ কুমার, সাফারি পার্কের সহকারি ডিরেক্টর অনুরাধা রাই-সহ অন্যান্যরা ।
বুধবার বেঙ্গল সাফারি পার্কের শিলা ও বিভানের তিন রয়্যাল বেঙ্গল টাইগারের শাবকের মধ্যে একটিকে দত্তক নেন কেন্দ্রীয় মন্ত্রী । সেই শাবকটির বয়স এক বছর । প্রথমে এক বছরের জন্য ওই শাবকটিকে দত্তক নিয়েছেন তিনি । দত্তক বাবদ দু'লক্ষ টাকা তিনি পার্ক কর্তৃপক্ষকে দিয়েছেন । পাশাপাশি এখনও পর্যন্ত শিলা ও বিভান দম্পতির তিন শাবকের নামকরণ করা হয়নি । সেজন্য দত্তক শাবকের নাম 'অগ্নিবীর' রাখলেন কেন্দ্রীয় মন্ত্রী । মূলত, সারা দেশে বর্তমানে কেন্দ্রীয় সেনা নিয়োগ নীতি অগ্নিপথ ও অগ্নিবীর নিয়ে জোর জল্পনা চলছে । সেই সময়ে কেন্দ্রীয় মন্ত্রী ওই শাবকের 'অগ্নিবীর' নামকরণ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিকমহল ।