পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rohingyas Arrest: স্বামীর খোঁজে অবৈধভাবে ভারতে ঢুকে গ্রেফতার রোহিঙ্গা মহিলা - illegally enter in India

কাজের খোঁজে স্বামী এসেছেন ভারতে ৷ সেই স্বামীকেই খুঁজতে দাদাকে নিয়ে রোহিঙ্গা মহিলা প্রবেশ করেন ভারতে ৷ অবৈধভাবে ভারতে ঢোকায় দাদা-সহ যুবতিকে গ্রেফতার করল ময়নাগুড়ি থানার পুলিশ (Rohingyas Arrest)৷

Etv Bharat
স্বামীর খোঁজে অবৈধভাবে ভারতে ঢুকে গ্রেফতার রোহিঙ্গা যুবতি

By

Published : Dec 15, 2022, 10:10 PM IST

স্বামীর খোঁজে অবৈধভাবে ভারতে ঢুকে গ্রেফতার রোহিঙ্গা যুবতি

জলপাইগুড়ি, 15 ডিসেম্বর: বৈধ নথি ছাড়াই স্বামীর খোঁজে ভারতে ঢুকতেই পুলিশের হাতে গ্রেফতার রোহিঙ্গা যুবতি (Rohingya Lady With his Brother Arrested After Illegally Enter in India to Search her Husband)৷ গ্রেফতার করা হয়েছে তাঁর দাদাকেও ৷ বুধবার রাতে ময়নাগুড়ি থেকে এক ব্যাক্তি ও এক মহিলাকে ময়নাগুড়ি থানার পুলিশ প্রথমে আটক করে । ধৃতদের নাম খাইরুল আমিন ও রেজিনা খাতুন । জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে তাঁরা রোহিঙ্গা এবং বাংলাদেশের কক্সবাজার ক্যাম্পে ছিল । দাদাকে সঙ্গে নিয়ে ভারতে ঢুকেছিলেন স্বামীর খোঁজে । কিন্তু কীভাবে, কাদের সাহায্যে তারা ভারতে ঢুকল তা খতিয়ে দেখতে খাইরুল আমিনকে 7 দিনের রিমাণ্ডে নিয়েছে পুলিশ ।

জানা গিয়েছে, বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী শিবিরে ছিল মায়ানমারের রেজিনা খাতুন । সেখানেই ভালোবাসা করে বিয়ে করে রেজিনা । এরপর তার স্বামী কাজের খোঁজে ভারতে চলে আসে ৷ এরপর তার খোঁজ করতেই দাদাকে নিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশ করে পুলিশের হাতে গ্রেফতার হয় রোহিঙ্গা ভাই-বোন । মঙ্গলবার ময়নাগুড়ি-ধূপগুড়ির 31 নং জাতীয় সড়কের রানিরহাট এলাকা থেকে পুলিশ তাদের আটক করে ।

আরও পড়ুন :ইন্টেলিজেন্স ও জিআরপি’র অভিযানে এনজেপি থেকে গ্রেফতার 6 শিশু-সহ 13 রোহিঙ্গা

জলপাইগুড়ির পুলিশ সুপার বিশ্বজিৎ মাহাতো জানান, দু'জন রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে ঢুকেছিল । ময়নাগুড়ি এলাকা থেকে তাদের ধরা হয়েছে । আজ তাদের আদালতে তোলা হয়েছে । এই বিষয়ে জলপাইগুড়ি আদালতের সরকারি আইনজীবী মৃন্ময় বন্দ্যোপাধ্যায় বলেন, "খাইরুল আমিন ও রেজিনা খাতুন নামে মায়ানমারের দুই বাসিন্দাকে পুলিশ গ্রেফতার করেছে । এর মধ্যে খাইরুল আমিনকে পুলিশ সাতদিনের রিমান্ডে নিয়েছে ।"

আরও পড়ুন :কাজের খোঁজে অনুপ্রবেশ, গাইঘাটায় গ্রেফতার মায়ানমারের পাঁচ নাগরিক-সহ ছয়

ABOUT THE AUTHOR

...view details