পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পুলিশের সিল করা বাড়িতে চুরি - Sex racket

জলপাইগুড়ির জয়ন্তী পাড়ায় পুলিশের সিল করে দেওয়া এক বাড়িতে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিক ধরম পাশোয়ান এই বিষয়ে আদালতের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।

Robbery
Robbery

By

Published : Jun 6, 2020, 9:04 PM IST

জলপাইগুড়ি, 6 জুন : পানশালায় মধুচক্র চালানোর অভিযোগে পুলিশের তরফে অভিযুক্তের সিল করা বাড়িতেই চুরি হল। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ২ নম্বর গুমটি লাগোয়া জয়ন্তী পাড়ায়।

জয়ন্তী পাড়ার বাসিন্দা ধরম পাশোয়ানের বিরুদ্ধে অভিযোগ, পানশালার আড়ালে তিনি মধুচক্র চালাতেন। ধরম সহ মোট 30জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ। সিল করে দেওয়া হয় তাঁর জয়ন্তী পাড়ার বাড়িও। পরে অবশ্য জামিনে মুক্তি পান সকলেই।

গতকাল রাতে জয়ন্তী পাড়ার বাড়িতে পিছনের দরজা দিয়ে ঢোকে চোর। তবে এক প্রতিবেশী চোরকে দেখতে পাওয়ায় চিৎকার করেন এবং চোর পালিয়ে যায়। ঘটনাটির তদন্তে নেমেছে জলপাইগুড়ি মহিলা থানার পুলিশ।

ধরম পাশোয়ান জানান, " পুলিশ আমার বাড়ি সিল করে রেখেছে। গতকাল রাতে এক প্রতিবেশী ফোন করে জানান, আমার বাড়িতে চুরি হচ্ছে। পুলিশের সিল করে দেওয়া বাড়িতে কীভাবে চুরি সম্ভব? আমি আইনজীবীর সঙ্গে কথা বলে আদালতের দ্বারস্থ হব। "

ধরম পাশোয়ানের প্রতিবেশী সায়ক চৌধুরি জানান, "গতকাল রাত দেড়টায় সময় আমি চোরেদের পায়ের শব্দ পাই। মোবাইলের আলো জ্বালিয়ে দেখি বাড়ির পেছন দিকে অনেক জিনিসপত্র রাখা। বেশকিছু খাটের জিনিসপত্রও রাখা ছিল। ধরমের বাড়ির পিছন দিকের দরজা ভাঙা দেখতে পেয়েই আমি চিৎকার করি। চিৎকারে চোর পালিয়ে যায়। এরপর আমি পুলিশকে খবর দিই । পুলিশ আজ তদন্ত করতে এসেছে ।আমি তদন্তে পুলিশকে সহযোগিতা করছি। "

জলপাইগুড়ি মহিলা থানার আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা এই বিষয়ে মুখ খোলেননি।

ABOUT THE AUTHOR

...view details