পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনা ভয়: বাঁশ দিয়ে পর্যটকদের আসার পথ বন্ধ করল স্থানীয়রা - রামশাই

লকডাউনকে উপেক্ষা করে পর্যটকদের ভিড়। শায়েস্তা করতে রাজ্য সড়ক বন্ধ করে দিল স্থানীয়রা ৷

lockdown
লকডাউন

By

Published : Apr 3, 2020, 9:03 PM IST

জলপাইগুড়ি, 3 মার্চ : জলপাইগুড়ির রামশাই অঞ্চলে অবস্থিত গরুমারা উদ্যান ৷ পর্যটকদের অন্যতম দ্রষ্টব্য স্থান ৷ সারাবছর এখানে ভিড় লেগেই থাকে৷ ভিড় কমেনি লকডাউন জারি থাকা সত্ত্বেও ৷ স্থানীয় লোকেদের দাবি , কেন্দ্র এবং রাজ্যের জারি করা লকডাউনের নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে প্রায় রোজই পর্যটকরা মেদলা ওয়াচ টাওয়ায়ের প্রজাপতি পার্ক ও বন্যপ্রাণী বিভাগের রাইনো ক্যাম্প বনবাংলোতে আসেন ৷ শেষমেশ, বাধ্য হয়ে কোরোনা সংক্রমণ রুখতে গ্রামবাসীরা নিজেরাই দায়িত্ব নেন ৷ বাঁশ দিয়ে বন্ধ করে দেয় গরুমারা যাওয়ার সড়ক । টানিয়ে দেওয়া হয় কাগজে লেখা একটি নোটিস " বহিরাগতদের প্রবেশ নিষেধ " ৷

গরুমারা এলাকাবাসীদের অভিযোগ , প্রায়দিনই বহিরাগতরা ভিড় করছে এই পর্যটন স্থলে ৷ তাঁরা আরও দাবি করেন যে লকডাউনের ঢিলেঢালা ব্যবস্থার সুযোগে অনেকে রামশাইতে ঘুরতে আসছে । এই কারণে আমরা ভীত হয়ে পড়েছি ৷ এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা অলোক রায় জানান,"কোরোনা ভাইরাসের সংক্রমণ রুখতে যখন লকডাউন চলছে সেই পরিস্থিতিতে আমাদের এখনে বাইরে লোক যাতায়াত করছে ৷ তাই আমরা স্থানীয়রা আজ বহিরাগত প্রবেশ রুখে দিতে বাধ্য হলাম । কোনও এমারজেন্সি ছাড়া আমরা এই রাস্তা কোনও মতেই খুলছি না ৷"

ABOUT THE AUTHOR

...view details