পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের - নারদ

নারদকাণ্ডে সোমবার সুব্রত মুখোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম, মদন মিত্র এবং শোভন চট্টোপাধ্য়ায়কে গ্রেফতার করে সিবিআই ৷ তারই প্রতিবাদে এদিন জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের দোমহনি মোড় এলাকায় 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ অবরোধ করেন তৃণমূলের স্থানীয় নেতা ও কর্মীরা ৷

wb_jal_01_road_block_7203427
জলপাইগুড়িতে জাতীয় সড়ক অবরোধ তৃণমূলের

By

Published : May 17, 2021, 7:56 PM IST

জলপাইগুড়ি, 17 মে :নারদ কেলেঙ্কারিতে সোমবার সিবিআইয়ের হাতে গ্রেফতার হন রাজ্যের দুই মন্ত্রী-সহ চারজন ৷ এর প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি শুরু করে তৃণমূল কংগ্রেস ৷ ব্য়তিক্রম নয় জলপাইগুড়িও ৷

এদিন সকালে চারজন হেভিওয়েটকে গ্রেফতার করে সিবিআই ৷ সেই তালিকায় ছিলেন রাজ্য়ের দুই মন্ত্রী সুব্রত মুখোপাধ্য়ায়, ফিরহাদ হাকিম ৷ বিধায়ক মদন মিত্র এবং রাজ্য়ের প্রাক্তন মন্ত্রী ও কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্য়ায় ৷

এরই প্রতিবাদে সোমবার ময়নাগুড়ি ব্লকের দোমহনি মোড় এলাকায় 27 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় ৷ অবরোধে আটকে যায় কয়েক হাজার গাড়ি ৷ দীর্ঘ সময় ধরে চলতে থাকে অবরোধ ৷ অবরোধকারীদের বক্তব্য ছিল, বিধানসভা নির্বাচনে হেরে বিজেপির কেন্দ্রীয় নেতারা অন্যায়ভাবে তৃণমুলের নেতাদের গ্রেফতার করিয়েছেন ৷

অন্যদিকে একই অভিযোগে বিজেপি নেতা মুকুল রায়, শুভেন্দু অধিকারী, শঙ্কুদেব পণ্ডাকে গ্রেফতার করা হচ্ছে না কেন, সেই প্রশ্নও তোলেন আন্দোলনকারীরা ৷ অবরোধ চলাকালীন কেন্দ্রের বিজেপি সরকার, সিবিআই এবং পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে স্লোগান উঠতে থাকে ৷

আরও পড়ুন :কাউকে ধরব কাউকে ছাড়ব যেন না হয় : অধীর

অবরোধের খবর পেয়ে ময়নাগুড়ি থানার পুলিশ এবং হাইওয়ে ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে যায় ৷ পরে অবশ্য় অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে পুলিশ অবরোধ তুলে দেয় ৷

ABOUT THE AUTHOR

...view details