জলপাইগুড়ি, 19 মে : গোরুমারা জাতীয় উদ্যানে উদ্ধার হল গন্ডার শাবকের দেহ । ময়নাতদন্তের পরেই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছেন বন কর্মীরা ।
গোরুমারা জাতীয় উদ্যানে উদ্ধার মৃত গন্ডার শাবক
গোরুমারা জাতীয় উদ্যানে মৃত গন্ডার শাবক জন্মানোয় কিছুটা হলেও নিরাশ বনকর্মীরা ৷ তাদের প্রাথমিক ধারণা , অপুষ্টিজনিত কারণেই মৃত্যু হয়েছে শাবকটির ৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ৷
বন দফতর সূত্রে খবর, রুটিন টহলদারি চলছিল ৷ সেইসময় রামশাই মেদলা ওয়াচ টাওয়ারের কাছাকাছি মেদলা 3 কম্পার্টমেন্টের কাছে বনকর্মীরা গন্ডার শাবকটিকে পড়ে থাকতে দেখেন ৷ সেইমতো তারা ঘটনাস্থলে পৌঁছালে বুঝতে পারেন গন্ডার শাবকটি মৃত ৷ সঙ্গে অন্যান্য বনকর্মীদের খবর দেওয়া হয় ৷ তাঁরা এসে শাবকটিকে উদ্ধার করে নিয়ে যান ৷
গোরুমারা বন্যপ্রাণী বিভাগের ডিএফও অংশুল যাদব বলেন, "গতকাল বিকেলে গরুমারা সাউথ রেঞ্জে আমরা একটি গন্ডার শাবকের মৃতদেহ উদ্ধার করি। গন্ডার শাবকটির মৃতদেহ ময়নাতদন্ত করা হয়েছে । এখনও ময়নাতদন্তের রিপোর্ট পাইনি । ময়নাতদন্তের রিপোর্ট এলে জানা যাবে মৃত্যুর সঠিক কারণ কী ৷ তবে বনকর্মীদের প্রাথমিক ধারনা এটা সাধারণ মৃত্যু। অপুষ্টিজনিত কারণেই মৃত্যু হয়েছে শাবকটির ৷"
আরও পড়ুন :সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্যের দ্রুত আরোগ্য কামনা শ্রীলেখা-অনীকের