পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যানজট এড়াতে পঞ্চায়েত এলাকায় টোটো চলাচলে নিষেধাজ্ঞা - undefined

টোটোর কারণে জলপাইগুড়ি শহরের প্রতিদিনই বিভিন্ন এলাকা যানজটে জেরবার হয় । সেই কারণেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

restriction over totoof panchayat areas in Jalpaiguri
যানজট এড়াতে পঞ্চায়েত এলাকার টোটো শহরে চলাচলে নিষেধাজ্ঞা

By

Published : Mar 14, 2020, 11:52 AM IST

Updated : Mar 14, 2020, 2:22 PM IST

জলপাইগুড়ি, 14 মার্চ : টোটোর কারণে যানজটে জেরবার সাধারণ মানুষ । এবার টোটোর ওপর লাগাম টানতে আসরে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন । শহরকে যানজট মুক্ত করতে উদ্যোগী হল প্রশাসন । টোটোর কারণে জলপাইগুড়ি শহরের প্রতিদিনই বিভিন্ন এলাকা যানজটে জেরবার হয় । প্রতিদিন স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হয় । সেই কারণেই বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন ।

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সন্দীপ মাহাত বলেন, ‘‘টোটো নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে । জলপাইগুড়ি পঞ্চায়েত এলাকা থেকে আসা টোটোকে শহরে চলাচল করতে দেওয়া হবে না । অন্যদিকে শহরের একাধিক জায়গায় পার্কিং জোন করা হবে । শহরের বেশ কিছু জায়গায় নো পার্কিং জ়োন করা হবে । জলপাইগুড়ি শহরে প্রায় 10 হাজার টোটো চলে । ফলে শহরের যানজট এখন নিত্য দিনের সমস্যা । আমরা চাইছি শহর যানজট মুক্ত করা । সমাজপাড়া মোড়ে একটি পার্কিং জ়োন করা হবে । আগামী টোটোর একটা রুট-চার্ট তৈরি করা হবে এখন যথেচ্ছভাবে টোটো যাত্রীদের কাছ থেকে ভাড়া নিচ্ছে সেই বিষয়ে আলোচনা করা হবে । এছাড়া পঞ্চায়েত এলাকার টোটো যাতে শহরে যাত্রী নামিয়ে চলে না যায় সেদিকে যেমন নজর দেওয়া হবে । তেমনই অবৈধ টোটোর উপর নজরদারি চালানো হবে ।

যানজট এড়াতে পঞ্চায়েত এলাকায় টোটো চলাচলে নিষেধাজ্ঞা

জলপাইগুড়ির জেলাশাসক অভিষেককুমার তিওয়ারি বলেন, ‘‘টোটো নিয়ে আমরা বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছি । শহরকে যানজট মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে । কীভাবে যানজট মুক্ত করা যায় শহরকে তা নিয়ে একটা ব্লু প্রিন্ট করা হচ্ছে । আমরা শহরের বেশ কিছু জায়গায় পার্কিং জ়োন, নো পার্কিং জ়োন করব । শহরের বাইরের টোটোর উপর নিয়ন্ত্রণ করা হবে । দোলের পর আর একটা বৈঠক করা হবে যাতে করে সমস্যা সমাধান করা যায় । আমরা এবার শহর যানজট মুক্ত করবই । তার জন্য একটা পরিকল্পনা করা হচ্ছে ।

Last Updated : Mar 14, 2020, 2:22 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details