জলপাইগুড়ি, 9 মে : হাসপাতালের মূল ফটক দিয়ে নয়, পাশের জনবহুল গলি দিয়ে রোগী ঢোকানো হচ্ছে হাসপাতালে । গুজব ছড়িয়েছে এমনকি কোয়ারানটিন কেন্দ্রের পরিযায়ী শ্রমিকদেরও এই গলি দিয়েই নিয়ে যাওয়া হবে বলে খবর । আর এই গুজব ছড়িয়ে পড়তেই প্রতিবাদে নামলেন ময়নাগুড়ি হাসপাতাল পাড়ার বাসিন্দারা ।
অভিযোগ, হাসপাতালের প্রধান ফটক দিয়ে কোনও অ্যাম্বুলেন্স ঢোকানো হচ্ছে না । হাসপাতালের পাশের গলি সংলগ্ন ভাঙা পাঁচিল দিয়েই রোগীদের ঢোকানো হচ্ছে । এরই প্রতিবাদে আজ সকালে গলির সামনে বাঁশ বেঁধে পোস্টার টাঙিয়ে দিলেন স্থানীয়রা । পোস্টারে লেখা,"এই গলি দিয়ে বাইরের লোকের প্রবেশ নিষেধ" । এদিকে রাস্তার বন্ধের খবর পেয়ে ঘটনাস্থানে আসে ময়নাগুড়ি থানার পুলিশ । ওই রাস্তা দিয়ে কোনও রোগীকে নিয়ে যাওয়া হবে না বলে স্থানীয়দের আশ্বস্ত করেন পুলিশ আধিকারিকরা । প্রসঙ্গত, এই গলিতেই বাড়ি প্রাক্তন জেলা সভাধিপতি দীপ্তি দত্তের ।