পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধুপগুড়িতে অসুস্থ ভোটকর্মী - sick

ধুপগুড়িতে অসুস্থ হয়ে পড়লেন এক ভোটকর্মী। বর্তমানে তিনি ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

অসুস্থ প্রকাশ নাথ সদন

By

Published : Apr 18, 2019, 1:52 AM IST

Updated : Apr 18, 2019, 1:57 AM IST

ধুপগুড়ি, 18 এপ্রিল : ভোটের কাজে এসে অসুস্থ হয়ে পড়লেন এক ভোটকর্মী। তাঁর নাম প্রকাশ নাথ সদন। ঘটনাটি জলপাইগুড়ির ধুপগুড়ি এলাকার। ওই ভোটকর্মী রিজ়ার্ভ সেকেন্ড পোলিং অফিসারের দায়িত্বে ছিলেন। বর্তমানে তিনি ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।

শুনুন অসুস্থ প্রকাশ নাথ সদনের বক্তব্য

জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকের বাসিন্দা প্রকাশ নাথ সদন। রিজ়ার্ভ সেকেন্ড পোলিং অফিসার হিসাবে তাঁকে DCRC থেকে ধুপগুড়িতে পাঠানো হয়েছিল। রির্জ়াভ হিসেবে ধুপগুড়ি BDO অফিসেই তিনি ছিলেন। কিন্তু, রাতের দিকে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন। সংজ্ঞা হারিয়ে ফেলেন। সেখানে উপস্থিত অন্য ভোটকর্মীরা সঙ্গে সঙ্গেই বিষয়টি ব্লকের নির্বাচনী আধিকারিকদের জানান। এরপর তাঁকে ধুপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের বেডে শুয়ে প্রকাশবাবু বলেন, "শরীর খুব খারাপ লাগছিল। তারপর জ্ঞান হারিয়ে ফেলি। অন্য ভোটকর্মীরা আমাকে হাসপাতালে নিয়ে আসেন। এখানে এসে আমার জ্ঞান ফিরলে জানতে পারি নিম্ন রক্তচাপের কারণেই এমনটা হয়েছে।"

Last Updated : Apr 18, 2019, 1:57 AM IST

ABOUT THE AUTHOR

...view details