পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গয়েরকাটায় প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার - গয়েরকাটায় প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার

বাঁশগাছে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার । তদন্ত শুরু করেছে পুলিশ ।

rescued 2 bodies
rescued 2 bodies

By

Published : Jul 3, 2020, 11:13 PM IST

জলপাইগুড়ি : শুক্রবার গয়েরকাটায় উদ্ধার দুই মৃতদেহ । গলায় ফাঁস লাগান অবস্থায় উদ্ধার হয়েছে । বানারহাট থানার পুলিশ তদন্ত শুরু করেছে । নাম শাওন ওঁরাও(19) ও রঞ্জিতা লোহার(19) ।

শাওনের বাড়ি গয়েরকাটা আম্বাডিপা এলাকায় এবং রঞ্জিতার বাড়ি বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোরাঘাট চা বাগান এলাকায় । পুলিশের অনুমান দুই জন আত্মহত্যা করেছে ।

স্থানীয় সূত্রে জানা যায়, দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল । আজ সকালে আম্বাডিপায় নিজের বাড়িতে শাওন তাঁর প্রেমিকাকে নিয়ে আসে । তাতে ঝামেলা শুরু হয় । এরপর সেখান থেকে দুজনেই বেরিয়ে যায় । বাড়ির পাশের একটি বাগানে যায় । বৃষ্টি পড়ায় সেদিকে কেউ নজর দেয়নি । বৃষ্টি থেমে গেলে স্থানীয়রা গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় ।

খবর দেওয়া হয় বানারহাট থানার পুলিশকে । পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্থানীয় হাসপাতালে পাঠায় । কি কারণে দুজনের মৃত্যু হল তা তদন্ত শুরু করেছে ।

ABOUT THE AUTHOR

...view details