জলপাইগুড়ির ধূপগুড়িতে খুনের ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়ি, 28 জুলাই: মামাকে খুনের অভিযোগ উঠেছে ভাগ্নের বিরুদ্ধে ৷ বৃহস্পতিবার গভীর রাতে খুনের ঘটনাটি ধূপগুড়ি থানার অন্তর্গত আংরাভাষা সজনাপাড়ার ৷ পুলিশ সুপার খান্ডবাহালে উমেশ গণপত জানিয়েছেন, একটি খুনের ঘটনা ঘটেছে ৷ এই ঘটনায় ছ'জনকে গ্রেফতার করা হয়েছে । ধৃতদের মধ্যে মৃতের ভাগ্নেও রয়েছে ৷ যার নাম আফতাব হোসেন । ঘটনার তদন্ত চলছে ৷
স্থানীয় পঞ্চায়েত সদস্য গোপাল চক্রবর্তী জানান, হয়তো সম্পত্তি নিয়ে কোনও ঝামেলা ছিল ৷ তার জন্যেই মেহেতাব হোসেনকে খুন হতে হয়েছে । দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন পঞ্চায়েত সদস্য । জানা গিয়েছে, আংরাভাষা সজনাপাড়া এলাকার বাসিন্দা মেহতাব আলম ৷ তিনি, তাঁর স্ত্রী ও দুই সন্তান রাতে খাওয়াদাওয়া করে ঘুমিয়ে পড়েছিলেন ৷ এরপর রাত আনুমানিক 2 টো নাগাদ কয়েকজন দরজা ভেঙে মেহতাব আলমের ঘরে ঢুকে পড়েন ৷ এরপর আচমকা ধারালো অস্ত্র দিয়ে মেহতাব আলমকে আক্রমণ করেন বলে অভিযোগ ৷
আরও পড়ুন: বঁটি দিয়ে বাবাকে কুপিয়ে খুন করল ছেলে, চাঞ্চল্য দত্তপুকুরে
স্থানীয়রা জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মেহতাব আলম ৷ স্বামীকে বাঁচাতে গিয়ে হামলাকারীদের হাতে জখম হন তাঁর স্ত্রীও ৷ তবে কোনওভাবে সুযোগ বুঝে পালিয়ে যায় মেহতাব আলমের দুই সন্তান ৷ এরপরই প্রতিবেশীররা সেখানে ছুটে আসে ৷ ততক্ষণে অবশ্য দুষ্কৃতীরা পালিয়ে গিয়েছে ৷ খবর পাওয়া মাত্র রাতেই ঘটনাস্থলে আসে ধূপগুড়ি থানার বিরাট পুলিশবাহিনী ৷ তবে অনুমান, সম্পত্তি নিয়ে বিবাদের জন্য তাঁকে খুন করেছেন তাঁরই ভাগ্নে ৷
এরপর রাতভর বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সকাল পর্যন্ত ঘটনায় মূল অভিযুক্ত মেহতাব আলমের ভাগ্নে আফতাব হোসেন-সহ ছ'জনকে গ্রেফতার করেছে ধূপগুড়ি থানার পুলিশ ৷ তাদের মধ্যে বেশ কয়েকজন বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷ ধৃতদের মধ্যে 2 জন মহিলা ৷ তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ আহত মহিলাকে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
আরও পড়ুন: এসি বন্ধ করা নিয়ে বিবাদে মাকে পিটিয়ে খুন, দিল্লিতে ধৃত অভিযুক্ত ছেলে
এদিকে ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকাবাসীদের মধ্যে ৷ অন্যদিকে মেহতাব আলমের স্ত্রী জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে চিকিৎসাধীন ৷ এদিকে এই ঘটনায় আরও কেউ যুক্ত রয়েছে কি না, ঠিক কী কারণে এই ঘটনা- সেই সব কিছু খতিয়ে দেখছে পুলিশ ৷ এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে নামানো হয়েছে ব়্যাফ ৷