পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলপাইগুড়িতে ন্যায্যমূল্যে ওষুধের হোম ডেলিভারি - will deliver medicines home to home

ভারতীয় রেড ক্রস সোসাইটির সহ-সভাপতি তথা জলপাইগুড়ির সদর মহকুমা শাসক রঞ্জনকুমার দাস বলেন, "জলপাইগুড়ির মানুষের চাহিদা মেনে ন্যায্যমূল্যের ওষুধের দোকান খোলা হবে । তা ছাড়া যাদের নিয়মিত ওষুধের প্রয়োজন তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করছি । তাদেরও ন্যায্যমূল্যে ওষুধ বিক্রি করব আমরা ।

ছবিটি প্রতীকী
ছবিটি প্রতীকী

By

Published : Jan 21, 2020, 11:26 PM IST

Updated : Jan 22, 2020, 5:42 AM IST

জলপাইগুড়ি, 21 জানুয়ারি : সারা বছর যাদের ওষুধের দরকার তাদের বাড়ি বাড়ি ওষুধ পৌঁছে দিচ্ছে ভারতীয় রেড ক্রস সোসাইটি । জলপাইগুড়িতে ন্যায্যমূল্যে ওষুধের দোকানের চাহিদার কথা মাথায় রেখে এবার সেই ধরনের দোকান খুলতে চলেছে তারা । 26 জানুয়ারি শহরের কেরানি পাড়ায় ওই দোকান খুলতে চলেছে রেড ক্রস সোসাইটির জলপাইগুড়ি শাখা ।

ভারতীয় রেড ক্রস সোসাইটির সহ-সভাপতি তথা জলপাইগুড়ির সদর মহকুমা শাসক রঞ্জনকুমার দাস বলেন, "জলপাইগুড়ির মানুষের চাহিদা মেনে ন্যায্যমূল্যের ওষুধের দোকান খোলা হবে । তা ছাড়া যাদের নিয়মিত ওষুধের প্রয়োজন তাদের জন্য আমরা হোম ডেলিভারির ব্যবস্থা করছি । তাদেরও ন্যায্যমূল্যে ওষুধ বিক্রি করব আমরা ।

সদর মহকুমা শাসক রঞ্জনকুমার দাস বলেন, "আমরা এই কাজের জন্য 8 লাখ 54 হাজার টাকা বিধায়ক তহবিল থেকে পেয়েছি । বিধায়ক খগেশ্বর রায় টাকা দিয়েছেন । "

Last Updated : Jan 22, 2020, 5:42 AM IST

ABOUT THE AUTHOR

...view details