পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরপ্রদেশে পাচারের আগে উদ্ধার প্রচুর পরিমাণ গাঁজা , ধৃত ট্রাক চালক - কোতোয়ালি থানা

অসম থেকে উত্তরপ্রদেশে পাচারের আগে উদ্ধার দেড়শো কেজি গাঁজা ৷ জলপাইগুড়ি থানার পুলিশ খবর পেয়ে একটি ট্রাক থেকে ওই পরিমাণ গাঁজা উদ্ধার করে ৷ গ্রেপ্তার ট্রাক চালক।

one-and-a-half-kilograms-of-marijuana-
উদ্ধার দেড়শো কেজি গাঁজা

By

Published : Feb 23, 2020, 12:26 AM IST

জলপাইগুড়ি, 22 ফেব্রুয়ারি : ফের বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করল জলপাইগুড়ি থানার পুলিশ । জাতীয় সড়কে একটি ট্রাক আটকে তার গোপন চেম্বার থেকে দেড়শো কেজি গাঁজা উদ্ধার করে তারা । ঘটনায় গ্রেপ্তার করা হয় ট্রাক চালক কেয়ার সিংকে। তার বাড়ি হরিয়ানায়।

জানা গেছে, অসম থেকে উত্তরপ্রদেশে নিয়ে যাওয়া হচ্ছিল ওই পরিমাণ গাঁজা। তার আগেই গোশালা মোড়ে জাতীয় সড়কে ট্রাকটিকে আটকায় পুলিশ। উদ্ধার করা হয় ওই পরিমাণ গাঁজা।

জলপাইগুড়ির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাত চক্রবর্তী

জলপাইগুড়ির এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রভাত চক্রবর্তী জানান, খবর পেয়ে ২৭ নম্বর জাতীয় সড়কের গোশালা মোড়ে গাড়িটিকে আটকানো হয়। গাড়ি থেকে ২৪ প্যাকেট গাঁজা উদ্ধার হয়েছে । যার আনুমানিক মূল্য ২০ লাখ টাকা । এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কি না তা জানার জন্য পুলিশ ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে ৷

ABOUT THE AUTHOR

...view details