জলপাইগুড়ি, 5 অক্টোবর : জলপাইগুড়ি জেলাপরিষদের প্রত্যাশা ভবনে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেকর্ড বিভাগ ও অ্যাকাউন্ট বিভাগ করা হচ্ছে । আজ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেজিস্ট্রার সহ জেলা প্রশাসনের কর্তারা প্রত্যাশা ভবনটি ঘুরে দেখেন ।
আইনমন্ত্রী মলয় ঘটকের নির্দেশে কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের রেকর্ড বিভাগ ও অ্যাকাউন্ট বিভাগ জেলা পরিষদের প্রত্যাশা ভবনে করা হচ্ছে । আজ হাইকোর্টের তরফে তা পরিদর্শন করা হল । জলপাইগুড়ি শহরের বড় পোস্ট অফিস মোড় সংলগ্ন জেলা পরিষদের প্রত্যাশা ভবন পরিদর্শন করলেন সার্কিট বেঞ্চের রেজিস্ট্রার সিদ্ধার্থ কাঞ্জিলাল, সার্কিট বেঞ্চের সহকারি সরকারি আইনজীবী অদিতি শঙ্কর চক্রবর্তী । সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা শাসক সুনিল আগরওয়াল(সাধারণ) , জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সমিরন মণ্ডল, পুলিশ আধিকারিক ও অনান্যরা ।