পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bagracot Tea Garden Dengue Surge : বাগরাকোট চা বাগানে ডেঙ্গি আক্রান্ত 225, উদ্বিগ্ন স্বাস্থ্য দফতর - ডেঙ্গির সংক্রমণ

জলপাইগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 291 । শুধুমাত্র মালবাজার ব্লকের বাগরাকোট চা বাগানেই 225 জন (Bagracot Tea Garden Dengue Surge )। পরিস্থিতি খতিয়ে দেখতে বাগরাকোটে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য কর্তা ডাঃ অসিত বিশ্বাস ।

Bagracot Dengue Cases increasing
বাগরাকোট চা-বাগানে ডেঙ্গুতে আক্রান্ত বহু

By

Published : May 31, 2022, 7:45 AM IST

Updated : May 31, 2022, 10:47 AM IST

জলপাইগুড়ি, 31 মে : ডেঙ্গিতে জেলায় আক্রান্তের সংখ্যা রেকর্ডের পথে । উদ্বিগ্ন জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর । ডেঙ্গির আঁতুড়ঘরে পরিণত হয়েছে মালবাজার ব্লকের বাগরাকোট চা বাগান (Record number of dengue cases in Bagracot Tea Garden) । এখনও পর্যন্ত 291 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন । এর মধ্যে শুধু বাগরাকোট চা-বাগানের 225 জন ।

সম্প্রতি ডেঙ্গিতে একসঙ্গে এত জন আক্রান্ত হওয়ার ঘটনা দেখা যায়নি । যদিও মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবি করেছেন, আক্রান্তের সংখ্যা কমেছে । এদিকে মালবাজার মহকুমার বাগরাকোট চা-বাগানে হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা । কীভাবে এই সংখ্যা কমানো যায়, সেদিকে নজর দিয়েছে জেলা প্রশাসন । ইতিমধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে বাগরাকোটে গিয়েছিলেন রাজ্যের স্বাস্থ্য কর্তা ডা. অসিত বিশ্বাস । ডেঙ্গিতে আক্রান্তরা ওদলাবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতাল এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, গত 29 এপ্রিল থেকে ডেঙ্গির সন্ধান পাওয়া গিয়েছে এই বাগরাকোট এলাকার টপ লাইন এবং বিডিআর বস্তিতে । জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে সচেতনতা শিবির করা হচ্ছে । পাশাপাশি রক্ত পরীক্ষা করা হচ্ছে ।

বাগরাকোট চা বাগানে ডেঙ্গিতে আক্রান্ত রেকর্ড সংখ্যক

আরও পড়ুন :Dengue-Malaria : শহরে ডেঙ্গু-ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, মশারি নিয়ে প্রতিবাদ বিজেপির

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ অসীম হালদার বলেন, "জেলায় ডেঙ্গিতে আক্রান্তের সংখ্যা 291 জন । বাগরাকোট চা বাগানে আক্রান্তের সংখ্যা 225 জন । আমরা ডেঙ্গি রোধে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি । এলাকায় সচেতনতা বাড়ানো হচ্ছে । মশারি বিতরণ করা হচ্ছে । বাগরাকোট চা বাগানে জমা জল থেকেই ডেঙ্গি ছড়িয়েছে ৷ প্রাথমিক তদন্তে আমরা এটাই পেয়েছি । আমরা ডেঙ্গিরোধে সব ধরনের ব্যবস্থা নিচ্ছি ।"

এদিকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি মহুয়া গোপ বলেন, "বিষয়টি উদ্বেগজনক । আমরা প্রশাসনের সঙ্গে কথা বলেছি । এলাকায় মেডিকেটেড মশারি দেওয়া হচ্ছে । জেলা ও স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা বলা হয়েছে যাতে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা কমানো যায় ।"

Last Updated : May 31, 2022, 10:47 AM IST

ABOUT THE AUTHOR

...view details